শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তাদের মধ্যে পুরুষ ১০ এবং নারী ৭ জন। হাসপাতালে ১৬ জন এবং বাড়িতে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৭ হাজার ৫৭৬ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৯৯০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৮০টি পরীক্ষাগারে ১২ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৮.১৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫.৮৮ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯.১৫ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।
করোনায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় দুইজন, রংপুরে একজন।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ পাচঁ হাজার ৭৬৪ জন ৭৬ দশমিক ০৮ শতাংশ ও নারী এক হাজার ৮১২ জন ২৩ দশমিক ৯২ শতাংশ।
এদিকে বিশ্বজুড়ে করোনার ভয়াবহতা আরও বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইটে তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৭৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ২৫ হাজার ৭৮০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭৬৬ জন।
১ জানুয়ারি (শুক্রবার)-বাংলাদেশ করোনা আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
৯৯০ |
৫১৪৫০০ |
মৃত্যু |
১৭ |
৭৫৭৬ |
সুস্থ |
১১৯৭ |
৪৫৮৬৫৬ |
পরীক্ষা |
১২১০৩ |
৩২৩৯৭০১ |