২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। কোভিড-১৯ নিয়ে সতর্কতায় এবারও থাকছেনা দর্শকদের প্রবেশাধিকার। টুর্নামেন্টের ফাইনাল ১৮ ডিসেম্বর।মহামারীর সময়ে প্রাণের তাগিদেই মাঠে ফিরেছিল ক্রিকেট। প্রেসিডেন্ট কাপের অক্ষত সুরক্ষা বলয় দিয়েছে আত্মবিশ্বাস। সেই অনুপ্রেরণাতে এবার পালা টি-টোয়েন্টি ক্রিকেটের।
২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী। ছোট ফরম্যাটে বাড়ছে দল-ক্রিকেটার-রঙ। তার পাশাপাশি ভাবতে হচ্ছে মহামারী পরিস্থিতি নিয়ে। কোভিড-১৯ নিয়ে সতর্কতায় এবারও মাঠে প্রবেশাধিকার পাচ্ছেন না দর্শকেরা। টুর্নামেন্টের মোট ম্যাচ হবে ২৪। প্রাথমিক পর্বে প্রতিদিন ম্যাচ দুটি করে।
বিসিবি পরিচালক জালাল ইউনুস জানান, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হতে যাচ্ছে ২৪ নভেম্বর। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপরীতে খেলবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে এবারও থাকছে না দর্শক।
শ্রীলঙ্কা সিরিজ বাতিল হওয়াতে ভাগ্য খুলেছে ঘরোয়া ক্রিকেটের। সেই সিরিজ নিয়ে আলোচনা চলছে এই পর্বেও। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টিন শর্ত শিথিল করে সমালোচনার মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে সমালোচনায় যোগ না দিয়ে পুরো বিষয়টি ইতিবাচক ভাবে দেখছে বিসিবি।
টি-টোয়েন্টি কাপে পাঁচ দলের কোচের দায়িত্বে থাকবেন স্থানীয়রা। তবে টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফর্মেন্স পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। আসর শুরুর আগে তিনি ফিরবেন দেশে। প্রেসিডেন্ট কাপের হতাশার পর এবার হয়তো ভাগ্য ফিরছে ব্যাটসম্যানদের। পাওয়া গেছে ব্যাটিং সহায়ক উইকেটের প্রতিশ্রুতি।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box