কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীর সাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন। উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আড়াইবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে।ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি, চিকিৎসাধীন থাকা অবস্থায় শ্রদ্ধাভাজন এ আলেমে দ্বীন আজ শনিবার ভোর সাড়ে চারটায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তেকালে জাতি একজন বিশিষ্ট আলেমে দ্বীন ও উজ্জ্বল নক্ষত্রকে হারালো। তিনি সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র ছিলেন।
![]() |
ফাইল ছবি |
ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন। ওয়াজ-মাহফিলের মাধ্যমে দেশ-বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। দ্বীনের বিভিন্ন বিষয়ের উপর ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আকর্ষণীয় ও দরদমাখা বয়ান ব্যাপক সাড়া ফেলেছে। অসহায়-দুস্থ মানুষের জন্য তাঁর দানশীলতা ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বিনয়ী, আকর্ষণীয় চরিত্রের অধিকারী ও সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। দেশ ও জনগণের জন্য তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা আলেম সমাজ ও জাতি চিরকাল মনে রাখবে, ইনশাআল্লাহ।
দেশের এই সংকটকালে তাঁদের মত বিদগ্ধ আলেমে দ্বীনদের ইন্তেকালে দেশবাসী শোকাহত। আমরা মরহুমের মাগফিরাতের জন্য আল্লাহর নিকট দোয়া করছি এবং তাঁদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৪টা ২০ মিনিটে মারা যান তিনি। মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার, ওয়ায়েজ ছিলেন। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box