প্রতিবছর পহেলা জানুয়ারি শেরে বাংলা নগরে শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে এখন থেকে শেরে বাংলা নগরে নয়,পূর্বাচলের স্থায়ী জায়গায় বসবে বাণিজ্যমেলা। এবার জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না। করোনা পরিস্থিতির উন্নতি হলে হতে পারে সীমিত পরিসরে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, পরিস্থিতির উন্নতি হলে আগামী বছরের মাঝামাঝিতে এই মেলা হতে পারে। সেক্ষেত্রে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরের নির্ধারিত জায়গায় ২৬তম বাণিজ্য মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
![]() |
এবার জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না। |
পিপিবির তথ্যমতে, চীনা প্রতিষ্ঠানের সহঅয়তায় বাণিজ্য মেলার কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় ৯৮ ভাগ। এখন চলছে এর সাজসজ্জা।
ব্যবসায়ীদের দাবি, দেশের সবচেয়ে এই বড় মেলার আয়োজনকে সফল করতে সঠিক অবকাঠামোর উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সহজ যোগাযোগ ব্যবস্থা।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box