বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে, স্বাস্থ্য অধিদপ্তরে অরিতিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকালের মতো আজো সাড়ে ৩ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। গতকাল রোগী শনাক্ত হয়েছিল ৩৫৬৭ জন। আর আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮৭ জনে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮৪৩৯৫ জনে। দেশে নয় মাসের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্তের হার। এদিকে, একদিনে মৃত্যু হয়েছে আরো ৩৪ জনের। এ পর্যন্ত মারা গেছেন ৮৭৯৭ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ ১,৯৮৫ জন। মোট সুস্থ ৫,২৯,৮৯৪ জন। এর আগে গত বছরের ১৬ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে ১৩.২৬ শতাংশ হয়েছে, যা ৫ ডিসেম্বরের পর সবচেয়ে বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৫৬ হাজার ৬৫৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৩১৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৪ হাজার ২৯২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জনের।
২৫ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ এর করোনা আপডেট
| গত ২৪ ঘণ্টায় | মোট |
শনাক্ত | ৩৫৮৭ | ৫৮৪৩৯৫ |
মৃত্যু | ৩৪ | ৮৭৯৭ |
সুস্থ | ১৯৮৫ | ৫২৯৮৯৪ |
পরীক্ষা | ২৭০৪৫ | ৪৫১৪৭৩১ |