মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩০০০ জন।
গত ২৪ ঘন্টায় ১২৭১৪ নমুনা পরীক্ষায় ২৯৬০ জনের করোনা শনাক্ত। এ পর্যন্ত ২ লাখ ২৯,১৮৫ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৩১, মোট সুস্থ ১ লাখ ২৭,৪১৪ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩৩ জন এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৪ হাজার ১৩৬ জন। নতুন করে মারা গেছে ১৩ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ৪৬১ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ১২০ জন। আর মৃতের সংখ্যা ১৩ হাজার ৩৫৪ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৭৩ জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৪৮৯ জনের। নতুন করে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। এছাড়া মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ২২ জন। মৃত্যুতে পঞ্চম স্থানে আছে ইটালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ১১২ জন এবং আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন।
২৮ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ করোনা আপডেট
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ২৯৬০ | ২২৯১৮৫ |
মৃত্যৃ | ৩৫ | ৩০০০ |
সুস্থ | ১৭৩১ | ১২৭৪১৪ |
পরীক্ষা | ১২৭১৪ | ১১৩৭১৪১ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box