গত ২৯ মার্চ শুভ সূচনা হওয়ার কথা ছিল আইপিএল ১৩-র। কিন্তু মহামারীর জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় টুর্নামেন্ট। একটা সময় মনে হয়েছিল, সংকটজনক পরিস্থিতিতে এবারের মতো হয়তো বাতিলই করে দিতে হবে টুর্নামেন্ট। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড হাল ছাড়েনি। অবশেষে আইসিসি চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিলে উজ্জ্বল হয়ে ওঠে আইপিএল আয়োজনের আশা। আর বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন, ১৯ সেপ্টেম্বরই উদ্বোধন হতে চলেছে তারকাখচিত লিগের। তবে ভারতে নয়, সংযুক্ত আরব আমিরশাহীতে। মোট তিনটি ভেন্যুতে হবে খেলা। টুর্নামেন্টের ফাইনাল ৮ নভেম্বর।
আইপিএল শেষ হলেই ডিসেম্বর-জানয়ারিতে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। তবে সে দেশে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বিরাট কোহলিদের। তাই আইপিএল সূচি তৈরির ক্ষেত্রে সেই বিষয়টিও মাথায় রাখছে বোর্ড। আগে শোনা গিয়েছিল, ২৬ সেপটেম্বর শুরু হতে পারে টুর্নামেন্ট। তবে বোর্ড সূত্রে খবর, কোহলি অ্যান্ড কোংয়ের অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখেই আইপিএলকে আরও খানিকটা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, ২০ আগস্টের মধ্যেই আমিরশাহী পৌঁছবে দলগুলি। যাতে প্রস্তুতির জন্য অন্তত ৪ সপ্তাহ সময় পাওয়া যায়।
ব্রিজেশ প্যাটেল আগেই জানিয়েছিলেন, সূচিতে কোনও কাটছাঁট হবে না। পূর্ণাঙ্গ টুর্নামেন্টেরই সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা। এবার তাতেও সিলমোহর দিলেন তিনি। আগামী সপ্তাহের বৈঠকে সূচি বানাতে চলেছে কাউন্সিল। এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো না হলেও, ফ্র্যাঞ্চাইজিগুলিকে এভাবেই আইপিএল শুরুর দিনক্ষণের একটা আভাস দিয়ে রাখতে চাইছে বোর্ড। বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানিয়েছিলেন, ‘সব ঠিকঠাক থাকলে ১৯ সেপ্টেম্বরই আইপিএল শুরু হচ্ছে। আর ৮ নভেম্বর, রবিবার হবে ফাইনাল। ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী এবং বাকিদের সুবিধা মতোই ৫১ দিনের সূচি তৈরি করা হচ্ছে।’ এদিন সে কথাই নিশ্চিত করলেন প্যাটেল।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box