লকডাউন দেয়ায় দেশে করোনা সংক্রমণের হার কমছে। ঈদ পর্যন্ত এই তিন দিন বন্ধ থাকলে লকডাউন ১৫ মে পর্যন্ত টানা সম্ভব। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বাংলাদেশ সরকার এভাবে ভাবছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
৫ মে পর্যন্ত লকডাউন দিয়ে রেখেছে সরকার। এরপর থেকে ঈদ পর্যন্ত মাত্র তিন কর্মদিবসে সরকারি ছুটি নেই। ঐ তিনদিন অফিস বন্ধ রাখলে টানা লকডাউন চলতে পারে ১৫ মে পর্যন্ত। করোনা মোকাবিলায় এরকম ভাবছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়টি চূড়ান্ত হবে।
এরপর ঈদের ছুটি শুরু হবে ১২ মে থেকে। চাঁদ দেখা সা’পেক্ষে ১৩ বা ১৪ মে হতে পারে ঈদ। এর আগে কর্মদিবস আছে ৬ মে বৃহস্পতিবার। ৭ ও ৮মে শুক্র ও শনিবার সরকারি ছুটি। ৯ মে রোববার খোলা থাকলেও ১০ মে শবে কদরের বন্ধ। আর শেষ কর্মদিবস ১১ মে মঙ্গলবার। ঐ তিনদিন অফিস বন্ধ রাখলে টানা লকডাউন চলতে পারে ১৫ মে পর্যন্ত। করোনা মোকাবিলায় এরকম ভাবছে সরকার। জানা গেছে, লকডাউন বাড়ানোর চিন্তা থাকলেও ঈদের আগে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেয়া হতে পারে।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box