২০২১ সালের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা করেছে টাইমস হায়ার এডুকেশন। তালিকায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১ নম্বরে।সময় সংবাদের পাঠকদের জন্য ২০২১ সালের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা নিচে তুলে ধরা হলো।
টাইমস হায়ার এডুকেশন বিশ্বের ৯৩টি দেশের ১৫শ’ বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছে ভালো থেকে খারাপের সূচিতে। চারটি মানদণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে তৈরি করা হয়েছে এই তালিকা। সেগুলো হল: শিক্ষা প্রদান, গবেষণা, জ্ঞানবিতরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড৷
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় : যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি টানা পাঁচ বছর ধরে শীর্ষস্থানে রয়েছে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় : গত বছর চার নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়টি এবার তালিকার দুই নম্বরে স্থান করে নিয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় : যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়টি গতবার ছিল সাত নম্বরে৷ এবার তিন নম্বরে জায়গা করে নিয়েছে এটি।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি : বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের আটটিই যুক্তরাষ্ট্রে৷ ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত বছর ছিল দ্বিতীয় অবস্থানে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি : প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এমআইটি বেশ বিখ্যাত৷ এবারের সূচিতে এর অবস্থান পাঁচ নম্বরে।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় : যুক্তরাজ্যের এই নামকরা বিশ্ববিদ্যালয়টি গতবারের তালিকায় ছিল তিন নম্বরে৷ এবার এটির অবস্থান ছয় নম্বরে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে : গতবার শীর্ষ দশে জায়গায় পায়নি অ্যামেরিকার এই বিশ্ববিদ্যালয়টি৷ আর এ বছর সাত নম্বর অবস্থানে পৌঁছে গেছে এটি।
ইয়েল বিশ্ববিদ্যালয় : গতবারের অবস্থানেই আছে ইয়েল ইউনিভার্সিটি।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় : গতবার ছয় নম্বরে থাকা প্রিন্সটন ইউনিভার্সিটি এবার নেমে গেছে নয় নম্বরে।
ইউনিভার্সিটি অব শিকাগো : তালিকায় এই বিশ্ববিদ্যালয়েরও অবনতি হয়েছে৷। গতবার নয় নম্বরে থাকা বিশ্ববিদ্যালয়টি এবার আছে ১০ নম্বরে।
বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস এ তালিকা প্রকাশ করে?
বুধবার নিজেদের ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২১’ শীর্ষক বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের এ তালিকা প্রকাশ করে কিউএস। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র্যাংকিংগুলোর একটি মনে করা হয়।এবারের এ তালিকায় ঢাবি ও বুয়েটের অবস্থান ৮০১-১০০০তমের মধ্যে। এর অর্থ হল- এ দুটি বিশ্ববিদ্যালয় তালিকার শেষ ২০০তে অবস্থান করছে। মূলত, তালিকার ৫০০তমের পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয় না এ র্যাংকিংয়ে। তবে কিউএসের প্রকাশিত নতুন এ র্যাংকিংয়ে ভারতের ৮টি ও পাকিস্তানের ৩টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে বিশ্বসেরা ৫০০-এর মধ্যে। সার্কভুক্ত অন্য ৫টি দেশ থেকে কোনো বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পায়নি।
এদিকে ২০১২ সালে এ র্যাংকিংয়ে ঢাবি ছিল ৬০১+ অবস্থানে। ২০১৪ সালে আগের অবস্থান থেকে ৭০১+ অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেমে আসে ঢাবির অবস্থান। ২০১৯ সাল পর্যন্ত এ অবস্থান ধরে রেখেছিল ঢাবি। কিন্তু ২০২০ সালের তালিকায় আরও ১০০ ধাপ অবনমন ঘটে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত এ শিক্ষা প্রতিষ্ঠানটির।
কিউএসের এ র্যাংকিংয়ে ১০০-তে ১০০ স্কোর নিয়ে টানা নবমবারের মতো তালিকায় প্রথম হয়েছে মেসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি), ৯৭ দশমিক ৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৯৬ দশমিক ৭ স্কোর নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পঞ্চম আর ৯৪ দশমিক ৩ স্কোর নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় রয়েছে সপ্তম অবস্থানে। তালিকায় থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের স্কোর প্রকাশ করেনি কিউএস।
তবে, কিউএসের এ তালিকা অনুযায়ী ২০২০ সালে এশিয়ায় ঢাবির অবস্থান ১৩৫তম। যদিও ২০১৯ সালে এশিয়ায় ঢাবির অবস্থান ছিল ১২৭তম। অন্যদিকে ২০২০ সালে এশিয়ায় বুয়েটের অবস্থান ২০৭তম যা ২০১৯ সালে ছিল ১৭৫তম।
কিউএসের এ র্যাংকিংয়ে ছয়টি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়। এগুলো হল একাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত। ছয়টি সূচকের মোট স্কোর ১০০। এর মধ্যে একাডেমিক সুনামে ৪০, চাকরির বাজারে সুনামে ১০, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২০, শিক্ষকদের গবেষণার উদ্ধৃতিতে ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ৫ করে স্কোর থাকে।
গত সপ্তাহেই যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ‘টাইমস হায়ার এডুকেশন’ র্যাংকিংয়ে এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংস্থা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং (সিডব্লিউইউআর) পরিচালিত সেরা ২ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান পায় একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়।
সূত্র : ডয়চে ভেলে
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box