নতুন বাইক কিনে আমরা অনেকেই শোরুমে বাইক রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দিয়ে থাকি। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় শোরুমগুলো আমাদের কাছ থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি এর চাইতে অনেক বেশি টাকা নিয়ে থাকে। কিন্তু এমনটা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। Bangladesh Road Transport Authority (BRTA) থেকে এই সংক্রান্ত ব্যাপারে কিছু রুলস জারি করা হয়েছে।
বি আর টি এ থেকে জানানো হয়েছে মোটরযান নিবন্ধনকালে মোটরযানের ধরন অনুযায়ী প্রযোজ্য কর , ফি , নাম্বার প্লেট ইত্যাদির ফিসের তালিকা বা চার্ট বিক্রয়কারী অথবা ডিলারকে তার শোরুমের দৃশ্যমান কোন স্থানে ঝুলিয়ে রাখতে হবে। সরকার নির্ধারিত ফি ছাড়া শোরুম বাইকারদের থেকে অতিরিক্ত কোন ফি গ্রহন করতে পারবে না।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box