Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Friday, October 9, 2020

আসছে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ফাস্ট বোলার ,২১ বছর বয়সী মুদাসসির গুজজার ।

 

ছবি : সংগৃহীত - পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দারস দলে রয়েছেন মুদাসসির।
পাকিস্তানে ক্রিকেটে অনেক দুর্দান্ত ফাস্ট বোলার রয়েছেন। এখনও অনেক দুর্দান্ত ফাস্ট বোলার উঠে আসছেন। তারমধ্যে একজন হলেন ২১ বছরের পাক ক্রিকেটার মুদাসসির গুজজার । ২১ বছর বয়সে তিনি পিসিএল এর একটি দলের সদস্যপদ পেয়েছেন। তিনি খেলবেন লাহোরের হয়ে।

তবে তাঁর স্বপ্ন একদিন জাতীয় পাকিস্তান দলের হয় খেলা। ২১ বছর বয়সে তাঁর উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। তাঁর বাবা হাসিম মহম্মদ বা মা পরভিনের উচ্চতা স্বাভাবিক মানু্ষের মতোই ছিল। একজনের উচ্চতা ৫ ফুটের কাছাকাছি এবং একনজের ৫ ফুট ৩ ইঞ্চি। কিন্তু হাইস্কুলে পড়ার সময়েই মুদাসসির গুজজারের  উচ্চতা ৭ ফুট পেরিয়ে গিয়েছিল।

তিনি জানিয়েছেন, একটা সময়ের পর তাঁর মা, বাবা, অত্যন্ত দ্বিধায় পড়ে গিয়েছিলেন। ভাবছিলেন, ছেলে তো বাড়তেই থাকছে, থামার কোনও লক্ষণ তাঁর মধ্যে নেই। এরপর চিকিৎসকের পরামর্শ নেন তাঁরা। চিকিৎসক বলেছেন, হরমোনের কারণে এভাবে উচ্চতা বেড়ে গিয়েছে মুদাস্সিরের। ২১ বছর বয়সে তাঁর উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। তারপর আর উচ্চতা বাড়েনি বলেই জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, স্কুলে তাঁর সহপাঠীরা তাঁকে নানা কথা শোনাতো। বড় কোনও রিক্সা বা ভ্যানে তিনি বসতে পারতেন না, এমনকী নিজের পায়ের মাপে জুতোটাও সময় মতো দোকান থেকে কিনতে পারতেন না তিনি। অর্ডার দিয়ে বানাতে হত তাঁর জুতো। তবে এখন এই উচ্চতায় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। বড় বড় পা থাকার জন্য তিনি এখন জোরে দৌড়তে পারেন। তিনি আশা রাখছেন, একদিন তিনি পৃথিবীর দ্রুততম বোলার হতে পারবেন।
Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner