Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Friday, October 23, 2020

ভারতের বাতাস `নোংরা' : ট্রাম্প

ভারতের বাতাস `নোংরা'। কেবল ভারতই নয়, চীন কিংবা রাশিয়ার বাতাসেও একই রকমের দূষণ। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে এভাবেই এই তিন দেশের সমালোচনা করতে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের সাথে মুখোমুখি বিতর্কের চূড়ান্ত পর্বে এমনই মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার ভারতে আসছেন দুই দেশের মধ্যে অংশীদারি বাড়ানোর বিষয়ে আলোচনা করতে। এর মধ্যেই ভারত সম্পর্কে এমন মন্তব্য করে বসলেন ট্রাম্প।
দ্বিতীয় ও শেষ বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: এএফপি
এদিন ট্রাম্প বলেন, ‘চীনকে দেখুন। রাশিয়াকে দেখুন। দেখুন ভারতকে। বাতাস কী নোংরা! আমি প্যারিস চুক্তি থেকে সরে এসেছিলাম কারণ কয়েক ট্রিলিয়ন ডলার বাঁচানোর দরকার ছিল। তাছাড়া আমাদের সাথে ভালো ব্যবহারও করা হয়নি।’ তিনি আরো বলেন, ‘আমি প্যারিস চুক্তি রক্ষা করার জন্য লক্ষ লক্ষ চাকরি, হাজার হাজার সংস্থাকে ছাড়তে পারব না। এটা খুবই অন্যায় হবে।’

এই নিয়ে দ্বিতীয় বার এই বিতর্কে ভারতের সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিডেনের সাথে প্রথম বিতর্কের সময় ভারতের করোনা পরিসংখ্যান প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন, তখন জানাই, আপনি জানেন না চিনে কত মানুষ মারা গিয়েছেন, রাশিয়ায় কত মানুষ মারা গিয়েছেন। আপনি জানেন না, ভারতে কত জন মারা গিয়েছেন। এরা কেউই একদম সঠিক তথ্যটা দেয় না।’

ট্রাম্পের এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইট করে খোঁচা দেন প্রধানমন্ত্রীকে। ভারত সম্পর্কে ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে ‘বন্ধুত্বের ফল’ কিংবা ‘হাউডি মোদীর পরিণাম’ বলে কটাক্ষ করেন তিন‌ি।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে শুরু থেকেই ট্রাম্প বিতর্কিত অবস্থানে। তিনি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে বহুল আলোচিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে আনেন। এ নিয়ে ট্রাম্প সমালোচিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের দিল্লি সফরের আগে ভারতের বাতাসের মান নিয়ে ট্রাম্প মন্তব্য করলেন।

প্রথম বিতর্কের সময়ও ট্রাম্প ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তখন তিনি ভারতের করোনার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner