বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহামারি করোনা ভাইরাসে মৃত্যু প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল আরও ৩০ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৫৯।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৯৬ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩১ লাখ ২২ হাজার ৪২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৮৩ লাখ ৬০ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ২৩ হাজার ৭৭১ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৮২ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৩০ হাজার ৮২৪ জন।
২৩ ডিসেম্বর (বুধবার)-বাংলাদেশ করোনা আপডেট
| গত ২৪ ঘণ্টায় | মোট |
শনাক্ত | ১৩৬৭ | ৫০৪৮৬৮ |
মৃত্যু | ৩০ | ৭৩৫৯ |
সুস্থ | ২৪১৬ | ৪৪৪৩৪৫ |
পরীক্ষা | ১৫৯৩২ | ৩১২২৪২৬ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box