Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Friday, December 18, 2020

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 'লেবানডস্কি'।

ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানদোস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা হয়ে তার ভেরিফাইড ফেসবুক পেইজে লেভানডস্কি লিখেন, ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হলেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
'লেবানডস্কি'।   (ছবি সংগৃহীত)
রোনালদো-মেসিকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন রবার্ট লেভানডস্কি। মোট ৫২ ভোট পেয়েছেন পোলিশ তারকা। রোনালদো ৩৮ ও মেসি পেয়েছে ৩৫ ভোট। গেলো বছরে বায়ার্নের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অগ্রণী ভূমিকা ছিল লেভানডস্কির। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন পোলিশ এই ফরোয়ার্ড। দলটির বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার। সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলে ইউরোপের সেরা পাঁচ লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে গত মৌসুমে ১৬টি গোল বেশি করেন লেভানডস্কি। লিগ ও চ্যাম্পিয়নস লিগে করেছেন সর্বোচ্চ গোল।

গত বছরের ২০ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় গত ২৫ নভেম্বর বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। এরপর গত শুক্রবার সংক্ষিপ্ত তালিকা তিন জনে নামিয়ে আনা হয়। তিন জনের মধ্যে ছিলেন লেভানদোস্কি। তার সঙ্গে ছিল মেসি ও রোনারল্দোর নামও।

গত এক দশক ধরে এই পুরস্কার ভাগাভাগি করে এসেছেন মেসি-রোনালদো। ব্যালড ডি’ওর পুরস্কারের ক্ষেত্রেও দুজনে দাপট দেখিয়েছেন। ব্যতিক্রম শুধু ২০১৮ সালে, যখন লুকা মদরিচ জিতেছিলেন সেরার সম্মান। এবার লেবানডস্কিও মেসি-রোনালদোর সাম্রাজ্যে হানা দিলেন। বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বাকিদের ছাপিয়ে গেলেন তিনি।

এছাড়া বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন লুসি ব্রঞ্জ। হ্যানসি ফ্লিককে পেছনে ফেলে সেরা কোচ হয়েছেন লিভারপুলের ইয়্যুর্গান ক্লপ। 
Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner