করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ এ খবর নিশ্চিত করেছে।তিনি এখন স্বাস্থ্যবিধি মেনে সাত দিনের আইসোলেশনে থাকবেন বলে জানানো হয়েছে।
![]() |
ইমানুয়েল ম্যাখোঁ (ছবি সংগৃহীত) |
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তার সরকারি অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তার করোনা আক্রান্তের খবর প্রকাশ করা হয়। ফরাসি প্রেসিডেন্টের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ম্যাক্রোঁর করোনায় আক্রান্তের প্রমাণ মিলেছে। এখন তিনি আইসোলেশনে আছেন।
এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, উপসর্গ দেখা দেয়ার পর করোনা পরীক্ষা করান ৪২ বছর বয়সী ম্যাখ্যোঁ। তবে, বাড়ি থেকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ম্যাখোঁ।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে ফ্রান্সে। করোনার সংক্রমণ ঠেকাতে এ সপ্তাহেই রাত্রিকালীন কারফিউ দিয়েছে দেশটি। ফ্রান্সে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ মানুষ। এছাড়াও, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ হাজার ৪০০ জন।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box