Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Tuesday, December 22, 2020

অনলাইনে কুইজ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক ও ব্যক্তিজীবনকে মানুষের মাঝে আরও ছড়িয়ে দেয়ার লক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কুইজ প্রতিযোগিতা চলবে টানা ১০০ দিন। শেষ হবে ১০ মার্চ ২০২১।
 
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এ অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সহায়তা করেছে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কুইজটির স্ট্র্যাটেজিক পার্টনার তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আর এটি বাস্তবায়ন করছে প্রিয়.কম।

বঙ্গবন্ধুর জীবনকে আরও গভীরভাবে জানার দারুণ উপলক্ষ তৈরি করে দিয়েছে এ কুইজ। পুরস্কার লাভের সুযোগ তো আছেই, তবে অনেকের কাছে প্রতিদিন এ কুইজে অংশ নেয়ার প্রধান উপলক্ষ হচ্ছে বঙ্গবন্ধুকে আরেকটু ভালোভাবে জানা।

আমাদের দেশে বেশিরভাগ মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে জানেন বলতে তার জন্মতারিখ, ১৫ আগস্টের ঘটনা, ৭ মার্চের ভাষণ। কিন্তু তার যে একটি ঐতিহাসিক রাজনৈতিক জীবন ছিল, সেখানে খুঁটিনাটি অনেক ঘটনা আছে, যেগুলো বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হয়ে উঠতে সাহায্য করেছে, সেগুলো খুব কম মানুষই জানেন। এ কুইজটিতে অংশ নিয়ে তার জীবনের অনেক অজানা দিক সম্পর্কে জানতে পারছে।

অন্য কুইজগুলোর চেয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ কুইজ অনেকাংশেই আলাদা। এ কুইজে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর ছোটবেলা থেকে রাজনীতিতে প্রত্যাবর্তন এবং এক পর্যায়ে বাঙালির মুক্তির দিশারি হয়ে ওঠার ঘটনাপ্রবাহ জানা যাবে। প্রতিদিন রাত ১২টা ১ মিনিটে কুইজের ওয়েবসাইট এবং প্রিয়’র মোবাইল অ্যাপে একটি করে ঘটনা দেয়া হয় এবং সেই ঘটনার প্রেক্ষাপটে একটি প্রশ্ন দেয়া হয়।

শুরু হওয়ার পর থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ সারা দেশে, বিশেষ করে দেশের তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম ১২ দিনে ২,২৪,৭৩৩ জন প্রতিযোগী ৮,৭১,৫৪২ বার কুইজটিতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ১০ ডিসেম্বর কুইজটিতে অংশগ্রহণ করেছেন সর্বোচ্চ ৮৭ হাজার ১৮ জন প্রতিযোগী।

কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে কম্পিউটার লটারির মাধ্যমে প্রতিদিন ১০০ জন বিজয়ী নির্বাচিত করা হয়। এই ১০০ জন বিজয়ীর প্রথম পাঁচজন পাচ্ছেন দারাজের সৌজন্যে একটি করে স্যামসাং এম৪০ স্মার্টফোন এবং বিজয়ী সবাই পাচ্ছেন টেলিটকের সৌজন্যে একটি করে টেলিটক সিম এবং ১০০ দিন মেয়াদি ১০০ জিবি ইন্টারনেট ডেটা। এভাবে একশ’ দিনে মোট ১০ হাজার প্রতিযোগী নির্বাচিত করা হবে।

প্রতিদিনের কুইজের বিজয়ীর পাশাপাশি কুইজটি যারা ফেসবুকে শেয়ার (https://quiz.priyo.com/share-n-win/) করছেন, তাদেরকে নিয়ে প্রতি সপ্তাহের শেষে আরেকটি লটারি করে ৭ জন বিজয়ী নির্বাচিত করা হয়। এসব পুরস্কার ছাড়াও আরও থাকছে গ্র্যান্ড পুরস্কার। পুরো ১০০ দিন যারা কুইজটিতে অংশগ্রহণ করে সঠিক উত্তর দিয়েছেন, তাদের নিয়ে ১০ মার্চের পর আরেকটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লটারি করে ১০০ জনকে নির্বাচিত করা হবে।

বিজয়ী এ ১০০ জনের প্রত্যেকে পাবেন একটি করে ল্যাপটপ। প্রিয় অ্যাপ বা https://quiz.priyo.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করার পর যে কেউ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে’ অংশ নিতে পারবেন। নিবন্ধনের সময় অবশ্যই প্রতিযোগীর সঠিক নাম, ছবি, ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করতে হবে।
Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner