সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪৭৯। গত ২৪ ঘণ্টায় আরও ৯৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়। দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১০ হাজার ৮০ জন।
এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৯৩২ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১০ হাজার ৮০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৩৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন হয়েছে।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১১ লাখ ৩৫ হাজার ১৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৪৪৮ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৭২ লাখ ৮৩ হাজার ৪৯৫ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৮৪৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪১ হাজার ১৩৮ জনের।
২৮ ডিসেম্বর (সোমবার)-বাংলাদেশ করোনা আপডেট।
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
৯৩২ |
৫১০০৮০ |
মৃত্যু |
২৭ |
৭৪৭৯ |
সুস্থ |
১৩৫৭ |
৪৫৩৩১৮ |
পরীক্ষা |
১২৬১৭ |
৩১৮৪৫২৭ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box