বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তাদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৯ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৭ হাজার ১৯২ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ১৩৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৭৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৩০লাখ ৩৫হাজার ৭২৮টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮.৬০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.৮৪। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জনের। আর সুস্থ হয়েছেন ৫ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ১০ জন।
পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৬২৯ জনের। দেশটিতে একদিনে ৩ হাজার ৫৩৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৮৬ জন।
১৭ ডিসেম্বর
(বৃহস্পতিবার)-বাংলাদেশ করোনা আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১১৩৪ |
৪৯৬৯৭৫ |
মৃত্যু |
৩৬ |
৭১৯২ |
সুস্থ |
২২৩৯ |
৪৩১৫৯০ |
পরীক্ষা |
১৩১৯১ |
৩০৩৫৭২৮ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box