আইসিসির(ICC) দশক সেরা ক্রিকেটার হিসেবে মোট সাতজনের নাম প্রস্তাব করেছে আইসিসি। এদের মধ্যে সেরা ক্রিকেটারকে বেছে নেবেন জুরি সদস্যরা। এই সাতজনের মধ্যে
রয়েছেন আধুনিক ক্রিকেটের ‘ফ্যাব ফোরে’র চার সদস্য স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি। সেই সঙ্গে তালিকায় রবিচন্দ্রন অশ্বিন, ডি’ভিলিয়ার্স এবং সাঙ্গাকরার আইসিসির স্পিরিট অফ ক্রিকেট’ পুরস্কারের জন্যও মনোনয়ন দেওয়া হয়েছে। এখন
দেখার এই পাঁচ বিভাগে জন্য কটি পুরস্কার কে পাবেন?
এছাড়া টি-২০, ওয়ানডের ও টেস্টের দশক সেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন যারা। এক নজরে মনোনীতদের
তালিকা
আইসিসির দশক সেরা
ক্রিকেটার: স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, রবিচন্দ্রন অশ্বিন, এবি ডি’ভিলিয়ার্স, বিরাট কোহলি, এবং কুমার
সাঙ্গাকরা।
দশক সেরা টেস্ট
ক্রিকেটার: স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন, জেমস অ্যান্ডারসন, রঙ্গনা হেরাথ, বিরাট কোহলি ও ইয়াসির শাহ।
দশক সেরা ওয়ানডে
ক্রিকেটার: লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, এবি ডি’ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকরা, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি।
দশক সেরা টি-২০
ক্রিকেটার: রশিদ খান, ইমরান তাহির,
অ্যারন ফিঞ্চ, লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা ।
আইসিসি স্পিরিট অফ
ক্রিকেট মনোনয়ন দেওয়া হয়েছে: কেন উইলিয়ামসন, ব্রেন্ডন
ম্যাককালাম, মিসবা উল হক, মহেলা জয়বর্ধনে, ড্যানিয়েল ভেত্তোরি, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও দুজন মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের আনা শ্রুবস্লে এবং ক্যাথরিন ব্রান্ট।
এঁরা ছাড়াও ভারতের দুজন
মহিলা ক্রিকেটার জায়গা পেয়েছেন দশক সেরাদের তালিকায়। আইসিসির দশক সেরা মহিলা
ক্রিকেটারা মিতালি রাজ ও ঝুলন গোস্বামী আইসিসির দশক সেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার মনোনয়ন
দেওয়া হয়েছে।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box