Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Thursday, June 25, 2020

বাংলাদেশীর প্রা’ণ কে’ড়ে নিলো বিএসএফ, ভারতীয় সী’মান্তে ।

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সী’মান্ত’রক্ষী বাহিনীর (বিএসএফ) গু’লি’তে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বাংলাদেশি নি’হ’ত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তাকে পাট’গ্রাম উপজেলা স্বাস্থ্য কম’প্লে’ক্সে নিলে কর্তব্যরত চিকি’ৎসক মৃ’ত ঘো’ষণা করেন।নি’হ’ত মিজান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভু’ট্টু মিয়া ছেলে।
তিনি পেশায় রাখাল।স্থানীয়রা জানান, একদল রাখালসহ ক্র’য় করা গ’রু আনতে উপজেলার জগৎবেড় ইউনিয়নের ভ্যারভেরিরহাট সী’মা’ন্তের ৮৬২ মেইন পিলার হয়ে ভারতে প্রবেশ করেন মিজান।বৃহস্পতিবার ভোরে একই সী’মা’ন্ত হয়ে গরু নিয়ে ফিরলে বি’এস’এফ- ১৪০ ব্যাটালিয়নের রাণীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গু’লি ছোড়ে।

এতে গু’লি’বিদ্ধ হয়ে গুরু’তর আ’হ’ত হন মিজান।পরে সঙ্গী’য়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কম’প্লে’ক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষ’ণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহ’ত মিজানের ম’রদেহ উ’দ্ধা’র করে পু’লিশ। 
পাট’গ্রাম থানার ভার’প্রা’প্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কু’মার মো’হন্ত বাংলানিউজকে বলেন, মিজানের ম’র’দেহ হাসপাতাল থেকে উ’দ্ধা’র করা হয়েছে। ঊর্ধ্ব’তন কর্তৃপক্ষের নি’র্দে’শক্র’মে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়নের অধিনায়কের অফিসিয়াল নম্বরে কয়েক দফায় ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner