![]() |
ফাইল ছবি - লক্ষ্মীপুরে উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামে নিজ ঘরে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন হিরা মনি (১৪ বছর) নামে এক নামে এক স্কুলছাত্রী। |
Saturday, June 13, 2020
Home »
» তনু, নুশরাতের সাথে আরেকটি নাম যুক্ত হলো হিরা মনি ।
তনু, নুশরাতের সাথে আরেকটি নাম যুক্ত হলো হিরা মনি ।
শুক্রবার (১২ জুন) বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুরে সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নিহত হিরা মনি স্থানীয় মো. হারুনুর রশিদের মেয়ে ও পালের হাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। লক্ষ্মীপুরে সদর উপজেলার ২নং হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে গতকাল দুপুরে ঘরে একা পেয়ে হিরা মনি (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এসময় জিজ্ঞাসাবাদের জন্য আরিফ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মৃত হিরা মনি পশ্চিম গোপীনাথপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে ও স্থানীয় পালেরহাট পাবলিক হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নিহত হিরা মনির মামা শাহজাহান বলেন, হিরামনি আমাদের বাড়িতে ছিল। সকালে তাকে পালেরহাট বাজারে নামিয়ে দিয়ে যাই। বিকেলে এমন ঘটনা শুনতে হবে, তা কল্পনাও করিনি। যারা তাকে হত্যা করেছে তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানান তিনি।পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন জানান,হিরা মনি মেধাবী ছাত্রী ছিল। যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই দাবি জানিয়েছেন পালেরহাট পাবলিক হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী ফোরামে সভাপতি বেলায়েত হোসেন মিলন ও আবু জায়েদ পাটোয়ারী।লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box