Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Friday, June 19, 2020

লকডাউন বাস্তবায়ন পদ্ধতি ঢাকা জোন


নমুনা সংগ্রহ:

লাল জোন এলাকায় নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় বুথ স্থাপন করতে হবে।
হোক কোয়ারেন্টিন ও মোবাইল কোর্ট পরিচালনা:

আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

সশস্ত্র বাহিনীর টহল অব্যাহত থাকবে।

আইসোলেশন কেন্দ্র:

করোনা রোগীকে সরকার নির্ধারিত আইসোলেশন কেন্দ্রে রাখা হবে

টেলিমেডিসিন সার্ভিস:

লাল হলুদ জোনে ডক্টরস পুল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন

ডক্টরস পুলে মনোরোগ বিশেষজ্ঞ অন্তর্ভু্ক্ত থাকবে

মৃতদেহ সৎকার:


মৃতদেহ সৎকারআল মারকাজুল ইসলামীবা আঞ্জুমানে মুফিদুল ইসলামবা কাজে নিয়োজিত বেসরকারি স্বেচ্ছাসেবী

সংগঠনের মাধ্যমে দাফন বা সৎকার করা হবে

হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা:

কোনও রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দিলে ১৬২৬৩ বা ডক্টরস পুলে ফোন করলে প্রয়োজনীয়

সহযোগিতা পাওয়া যাবে

বাজার বা ফার্মেসি:

রেড জোনে হোম ডেলিভারি

হলুদ সবুজ জোনে খোলা থাকবে

রেস্তোরাঁ বা চা দোকান:

রেড জোনে হোম ডেলিভারি

হলুদ জোনে টেক আউট

সবুজ জোনে খোলা থাকবে

শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, কারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প:

লাল জোনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বন্ধ থাকবে

হলুদ জোনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাকি প্রতিষ্ঠানগুলো ৫০ শতাংশ কর্মী দিয়ে চালু থাকবে

সবুজ জোনে সবকিছু খোলা থাকবে

শপিং মল:

সব জোনেই বন্ধ থাকবে

গণপরিবহন:

লাল জোনে গণপরিবহন চলাচল করবে না

হলুদ জোনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে

সবুজ জোনে সব চলাচল করবে

মালবাহী যানবাহন:

লাল জোনে শুধু রাতে চলবে

হলুদ সবুজ জোনে দিনে রাতে চলতে পারবেমসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান:

লাল জোনে সাধারণের প্রবেশ নিষেধ

হলুদ সবুজ জোনে দূরত্ব এঁকে ব্যবহার করা যাবেজনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ:

লাল হলুদ জোনে ভৌগোলিক বাস্তবতায় সড়ক, গলি, গলিমুখ ইত্যাদি বন্ধ থাকবে

মহল্লার ভিতরে বা গলিতে জনসাধারণের অবাধ বিচরণ বা আড্ডা অবশ্যিকভাবে বন্ধ থাকবে

বস্তিবাসী বা লকডাউনের কারণে কর্মহীনদের খাদ্য ব্যবস্থাপনা:

লকডাউন এলাকায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য সপ্তাহের খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে


Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner