আইসোলেশন কেন্দ্র:
⇒করোনা রোগীকে সরকার নির্ধারিত আইসোলেশন কেন্দ্রে রাখা হবে।
টেলিমেডিসিন সার্ভিস:
⇒লাল ও হলুদ জোনে ডক্টরস পুল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন।
⇒ডক্টরস পুলে মনোরোগ বিশেষজ্ঞ অন্তর্ভু্ক্ত থাকবে।
মৃতদেহ সৎকার:
⇒মৃতদেহ সৎকার ‘আল মারকাজুল ইসলামী’ বা আঞ্জুমানে মুফিদুল ইসলাম’ বা এ কাজে নিয়োজিত বেসরকারি স্বেচ্ছাসেবী
হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা:
⇒কোনও রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দিলে ১৬২৬৩ বা ডক্টরস পুলে ফোন করলে প্রয়োজনীয়
সহযোগিতা পাওয়া যাবে।
বাজার বা ফার্মেসি:
⇒রেড জোনে হোম ডেলিভারি।
⇒হলুদ ও সবুজ জোনে খোলা থাকবে।
রেস্তোরাঁ বা চা দোকান:
⇒রেড জোনে হোম ডেলিভারি।
⇒হলুদ জোনে টেক আউট।
⇒সবুজ জোনে খোলা থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, কারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প:
⇒লাল জোনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বন্ধ থাকবে।
⇒হলুদ জোনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাকি প্রতিষ্ঠানগুলো ৫০ শতাংশ কর্মী দিয়ে চালু থাকবে।
⇒সবুজ জোনে সবকিছু খোলা থাকবে।
শপিং মল:
⇒সব জোনেই বন্ধ থাকবে।
গণপরিবহন:
⇒লাল জোনে গণপরিবহন চলাচল করবে না।
⇒হলুদ জোনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
⇒সবুজ জোনে সব চলাচল করবে।
মালবাহী যানবাহন:
⇒লাল জোনে শুধু রাতে চলবে।
হলুদ ও সবুজ জোনে দিনে রাতে চলতে পারবে। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান:
⇒লাল জোনে সাধারণের প্রবেশ নিষেধ।
হলুদ ও সবুজ জোনে দূরত্ব এঁকে ব্যবহার করা যাবে। জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ:
⇒লাল ও হলুদ জোনে ভৌগোলিক বাস্তবতায় সড়ক, গলি, গলিমুখ ইত্যাদি বন্ধ থাকবে।
⇒মহল্লার ভিতরে বা গলিতে জনসাধারণের অবাধ বিচরণ বা আড্ডা অবশ্যিকভাবে বন্ধ থাকবে।
বস্তিবাসী বা লকডাউনের কারণে কর্মহীনদের খাদ্য ব্যবস্থাপনা:
⇒লকডাউন এলাকায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য ২ সপ্তাহের খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box