লার্নার লাইসেন্স করার মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া শুরু হয়।আগে লার্নার করতে বিআরটিএ গিয়ে লার্নার লাইসেন্স ফরম নিয়ে এর সাথে প্রয়োজনীয় কাগজ নিয়ে সংযুক্ত (ন্যাশনাল আইডই কার্ড, সার্টিফিকেট ফটোকপি, রক্ত্রের গ্রুপ ,ইত্যাদি ) করতে হতো।
এখন থেকে খুব সহজেই বিআরটিএ অফিস যাওয়ার ঝামেলা এড়িয়ে বাসায় বসে লার্নার করা যাবে ।এর জন্য প্রথমে https://bsp.brta.gov.bd লিঙ্ক ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ।
যাদের বিভিন্ন ওয়েব সাইট ভিসিটের অভ্যাস রয়েছে তাদের জন্য অনেক সহজ হবে আর যাদের ওয়েবসাইট ভিসিট অথবা ইন্টারনেট বিষয়ে অভিজ্ঞতা কম তারা আশেপাশে কোনও অভিজ্ঞ ব্যক্তিদের কাছে শিখে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে সাধারন তথ্য যেমন নাম মোবাইল নাম্বার জাতীয় পরিচয় নাম্বার এসব লাগবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স অপশনে গিয়ে শিক্ষানবিস লাইসেন্স আবেদনে ক্লিক করে আপানার প্রয়োজনিও কাগজ গুলো স্ক্যান অথবা মোবাইল দিয়ে ছবি তুলে সংযুক্ত করতে পারবেন মেডিকেল সার্টিফিকেট সংযুক্তের পূর্বে সত্যায়িত করে নিতে হবে । সব শেযে টাকা জমা দিতেও আপনাকে কোথাও যেতে হবে না আপনি ডিবিবিএল ব্যাংক,ডিবিবিএল রকেট,সিটি ব্যাংক অথবা যেকোনো ভিসা বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন শুধু মটরসাইকেল এর জন্য ৩৪৫ টাকা জমা দিতে হবে। পেমেন্ট হয়ে গেলে প্রিন্টের অপশন পেয়ে যাবেন সেখান থেকে প্রিন্ট দিলেই পেয়ে যাবেন আপনার কাংখিত ড্রাইভিং লার্নার লাইসেন্স।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box