Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Monday, June 29, 2020

দেশে ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৮৩ জনে।

দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৭৮৩৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৩ হাজার ৮০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।এ হিসেবে দেখা যাচ্ছে রোববারের তুলনায় সোমবার মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩ হাজার ৫৩ জনকে।এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে মোট তিন লাখ ৬১ হাজার ২২৪ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৬৯২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন দুই লাখ ৯৭ হাজার ৩৬৫ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৫ হাজার ৯৫৯জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। বলা হয়, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। নিয়মিত হালকা ব্যায়াম করবেন। পানি ও তরল খাবার বেশি খাবেন।যারা সুস্থ
হয়েছেন তারা মসলা দিয়ে পানি হালকা গরম করে খেয়ে উপকার পেয়েছেন। মধু, কালিজিরা খেয়েও অনেকে সুস্থ হয়েছে। সোমবার (২৯ জুন)দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের
 
নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত 

মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


                                 ২৯ জুন (সোমবার) এর আপডেট

                                       গত ২৪ ঘণ্টায়                    মোট
শনাক্ত                              ৪০১৪                               ১৪১৮০১
মৃ্ত্যু                                 ৪৫                                  ১৭৮৩
সুস্থ                                  ২০৫৩                              ৫৭৭৮০
পরীক্ষা                              ১৭৮৩৭                           ৭৪৮০৩৪
নমুনা সংগ্রহ                        ১৪৪১৩                            ------- 

Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner