একজন সন্তানকে মানুষ করার জন্য বাবা-মা তাদের সর্বচ্চ চেষ্ঠা করে । আর এই সন্তানেরা এমন কিছু কাজ করে যার ফলে বাবা মায়ের সম্মান থাকে না । একজন বাবা তার সন্তানকে তার চেয়ে ভালো কিছু করার জন্য প্রতিদিন নিরোলস পরিশ্রম করে যায় । আর এই পরিশ্রমের ফল হিসাবে সে কিছুই চায় না । তাদের পরিশ্রমের বিবরণ শেষ হবার নয় ।
তবে কিছু কিছু সন্তানের জন্য পিতা-মাতার সম্মান নষ্ট হয়ে যায় । তারা কোন দোষ ছাড়াই এই দোষের বোঝা ঘাড়ে নিয়ে ঘোরে । তাই সন্তানকে ভালো ভাবে ভাল পথে মানুষ করার জন্য একজন অভিভাবকের আপ্রাণ চেষ্ঠা থাকে । তাদের এই চেষ্ঠার মধ্যে সবোর্চ্চ সফলতা লক্ষ করা যায় । এর মধ্যে বেতিক্রম কিছু থাকে তাদের কারণে পিতা মাতারা সমাজের কাছে অপমানিত হয় ।
প্রতিটি অভিভাকের অনেক বেশি সর্তক হতে হবে । সন্তান কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে , তার বন্ধু কারা, তার বন্ধুরা ভাল নাকি তারা বেদায়ব । সবকিছু বিবেচনা করে দেখতে হবে । তা না হলে সন্তান খারাপ বখাটে খেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাবে । আর এখানে যে ছেলে সন্তান খারাপ হতে পারে তা কিন্তু নয় একজন মেয়ে সন্তানও নষ্ট হতে পারে । এই জন্য তাদের প্রতি সবসময় অনেক বেশি নজর দ্বারি করতে হবে ।
কলেজ পড়ুয়া মেয়েরা হোটেলে ঘন্টা চুক্তিতে এসব কি করছে? ভিডিও দেখতে open ক্লিক করুন
শিশুর প্রয়োজন বাবা-মায়ের সহযোগিতা। অনেক ক্ষেত্রে বাবা মায়েরা সন্তানকে এসব কারণে বকা দেন কিংবা অন্য শিশুর সাথে তুলনা করেন। এতে সন্তানের আত্মবিশ্বাস অনেক কমে যায় এবং সমস্যা প্রকট আকার ধারণ করেন। জেনে নিন এক্ষেত্রে কি করা উচিত সেই সম্পর্কে।
খেলনা ছাড়া কিছু খেলা খেলুন সন্তানের সাথে। যেমন: ছোঁয়াছুঁয়ি, কানামাছি, ইচিং-বিচিং, লুকোচুরি ইত্যাদি। এই ধরণের খেলাগুলো নিয়মিত খেললে আপনার সন্তান আপনার সাথে আই কন্টাক্ট করতে পারবে সহজেই এবং আপনি কি বলছেন সেটা অনুসরণ করতে পারবে।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box