Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Monday, August 31, 2020

চলে গেলেন না ফেরার দেশে, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

ছবি সংগৃহীত
রোববার (০৯ আগস্ট) রাতে বাথরুমে পড়ে যান ভারতের সাবেক এ রাষ্ট্রপতি। সোমবার (১০ আগস্ট) সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। 

এদিন রাতে চিকিত্‍সায় সাড়া দিলেও মঙ্গলবার (১১ আগস্ট) থেকে অবস্থার অবনতি হতে থাকে।রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিনে জানায়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তারপর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

সোমবার ভারতের আর্মি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এনডিটিভি বলছে, প্রণব মুখার্জির সন্তান অভিজিত মুখার্জি গণমাধ্যমকে পিতার প্রয়াণের সংবাদ নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এর আগে গভীর কোমায় ছিলেন প্রণব মুখার্জি। করোনাভাইরাসও পজিটিভ ছিলো। মস্তিষ্কে সার্জারির একদিন পর তার মৃত্যু হলো।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি। বরং রাজনীতি থেকে অবসর নেন। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। ১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।

Share:

করোনাভাইরাসে সারাদেশে আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৪ জন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু। মোট প্রাণহানি ৪,২৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২৯৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৮৮৭ জন। নতুন ১২,৪৫৪ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরো ২১৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩১২৩৯৯৬ জন। 
গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ ও ১২৪৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ। 
এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার (২০.১৯ শতাংশ ) । রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার (৬৫.৫৬ শতাংশ )  এবং মৃত্যুর হার (১.৩৭ শতাংশ ) । এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ৩৬৪ জন (৭৮.৫৮ শতাংশ) এবং নারী ৯১৭ জন (২১.৪২ শতাংশ)।


ওয়েবসাইট তথ্যানুযায়ী, সোমবার (৩১ আগস্ট) দুুপুর ১২টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৬৩১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৯৬৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৭৩১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট মৃত্যু ১ লাখ ৮৭ হাজার ২২৫ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬১ লাখ ৭৩ হাজার ৩২৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। 

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৪ লাখ ২৫ হাজার ৭২৭ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩ লাখ ৩১ হাজার ৫৫৯ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২৭ লাখ ৭৫ হাজার ১৯৪ জন)। 

৩১ আগস্ট (সোমবার) বাংলাদেশ করোনা আপডেট

 

 গত ২৪ ঘণ্টায়

 মোট

শনাক্ত

 ২১৭৪

 ৩১২৯৯৬

মৃত্যু

 ৩৩

 ৪২৮১

সুস্থ

২৯৮০

 ২৪৮৮৭

পরীক্ষা

 ১২৪৫৪

 ১৫৫০২০৩

 

Share:

Sunday, August 30, 2020

সারাদেশে শনাক্ত হয়েছে ১৮৯৭ জন,করোনায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু। প্রাণহানি বেড়ে ৪,২৪৮ গত ২৪ ঘণ্টায় ১১,৯৩৪ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১,৮৯৭ জন।গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫.৯০ শতাংশ । এছাড়া ২৪ ঘণ্টায় ১২ হাজার ১২০টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯। এ পর্যন্ত শনাক্তের হার ২০.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায়  ৩,০৪৪ জনসহ মোট সুস্থ ২ লাখ ১ হাজার ৯০৭ জন । মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪.৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।

ওয়েবসাইট তথ্যানুযায়ী, রোববার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৭৭৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৪২৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৮৯০ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, ৩৪ লাখ ৮ হাজার ৭৯৯ জন; দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল; ৩০ লাখ ৬ হাজার ৮১২ জন; এবং তৃতীয় অবস্থানে আছে ভারত, ২৭ লাখ ১২ হাজার ৫২০ জন।  

           ৩০ আগস্ট (রোববারবাংলাদেশ করোনা আপডেট

 

 গত ২৪ ঘণ্টায়

 মোট

শনাক্ত

 ১৮৯৭

 ৩১০৮২২

মৃত্যু

 ৪২

 ৪২৪৮

সুস্থ

 ৩০৪৪

 ২০১৯০৭

পরীক্ষা

 ১১৯৩৪

 ১৫৩৭৭৪৯


 

 

Share:

Saturday, August 29, 2020

খালেদা জিয়ার জামিন বাড়ানোর আবেদন মন্ত্রণালয়ে।

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। এর আইনগত দিক পর্যালোচনা করতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুই বছরেরও বেশি সময় পর ২৫ মার্চ জামিনে মুক্ত হন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য পরিবার আবেদন করলে তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করে সরকার। ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে ৬ মাস। এর এক মাস আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হলো। 

ছবি সংগৃহীত

গত ২৪ মার্চ আইনমন্ত্রী আনিসুল হক তার গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বাংলাদেশ সরকার শর্তসাপেক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। দু’টি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সেগুলো হলো, এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

আইনমন্ত্রী তখন আরো বলেন, ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা কেয়া এবং এই সময় বিদেশে না যাওয়ার শর্তে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি মতামত দিয়েছি। সেই মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে।

আইনমন্ত্রীর বক্তব্যের পরদিন ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় চলে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদনের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে তার জানা নেই। তবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার। এ জন্য তার মুক্তির মেয়াদ বাড়ানো দরকার।

তিনি বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের নির্দেশনায় দলের একটি চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসা করছেন।

খালেদা জিয়ার স্থায়ী জামিনের আবেদনের বিষয়টা নিশ্চিত করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে সরকার ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদী তারা।

Share:

সারদেশে করোনা মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪,২০৬ জন। গত ২৪ ঘণ্টায়  ১১,৬৮৯ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২,১৩১ জন । স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮.২৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০.২৫ শতাংশ । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪.৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ । সারাদেশে এ পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৯২৫ করোনা রোগী শনাক্ত । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২০২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮৮৬৩ জন। 

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৩৩১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ৮ হাজার ৯৭৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪০৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৫ হাজার ৯০১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬০ লাখ ৯৬ হাজার ২৩৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। 

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৩ লাখ ৭৫ হাজার ৮৩৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৯ লাখ ৭৬ হাজার ৭৯৬ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২৬ লাখ ৪৭ হাজার ৫৩৮ জন)।

২৯ আগস্ট (শনিবার) বাংলাদেশ করোনা আপডেট

 

 গত ২৪ ঘণ্টায়

 মোট

শনাক্ত

 ২১৩১

 ৩০৮৯২৫

মৃত্যু

 ৩২

 ৪২০৬

সুস্থ

 ২০২৭

 ১৯৮৮৬৩

পরীক্ষা

 ১১৬৮৯

 ১৫২৫৮১৫

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮.২৩ মৃত্যুর হার ১.৩৬ সুস্থতার হার ৬৪.৩৭ শতাংশ। 

Share:

Friday, August 28, 2020

এখান থেকে দেখুন,বাংলাদেশের কারা ডিভি লটারিতে আবেদন করতে পারবে।

USA DV LOTTERY 2022 VISA LOTTERY APPLICATION PROCESS 


USA DV LOTTERY 2022 VISA LOTTERY APPLICATION PROCESS. The US government issues 55,000 positive identification s per annul through the USA Green Card Lottery. Applicants for US visas are randomly chosen within the positive identification Lottery. Selected applicants and their immediate relations will receive diversity immigrant visas, which can give them the right to measure and work permanently within the US. You and your family can win green cards, but you want to apply immediately for the positive identification Lottery.

Before any applicant can enter the DV-2022 positive identification Lottery they need to change state during a qualifying country. Qualifying countries are defines as countries with low immigration rates to the US. If an applicant was born during a county with a high US immigration rate they might be excluded from the DV Lottery. Below may be a list that details the countries whose natives are currently excluded from participating within the positive identification Lottery.

 US Government Green Card Lottery | Green Card

The US government’s positive identification Lottery may be a program that was created by the United States for the aim of issuing visas to immigrants that reside in countries which have but 55,000 immigrants coming to the US within five years. The positive identification Lottery is obtainable per annul by the US Citizenship and Immigration Services USCIS.


When can you apply for the Green Card Lottery?

Unfortunately, the demand for Green Cards is often greater than the supply. And preference is given to those that are spouses and youngsters of U.S. citizens, or those that are highly qualified workers. The positive identification Lottery maybe thanks to still come to America, albeit you don’t fall under one among those categories.

Do you qualify to enter the American DV-2022 Diversity Visa Green Card Lottery?

  • Brazil
  • Colombia
  • China (mainland only)
  • Dominican Republic
  • El Salvador
  • United Kingdom (except Northern Ireland)
  • Guatemala
  • Haiti
  • Bangladesh
  • India
  • Jamaica
  • Vietnam
  • Philippines
  • Mexico
  • Pakistan
  • Nigeria
  • South Korea
  • Canada

History of the DV Program

The famous immigrant visa was first introduced within the 1940s as “Alien Registration Receipt Card”. the primary of those MasterCard sized IDs bore green writing and a greenish photo. Thus, the expression “Green Card” was coined and quickly became common. Meanwhile, a positive identification has changed its color several times. For a short time, it had even been pink since 1999 a light-weight green shade is employed again. quite 10 million foreigners are currently living within the USA with positive identification.

How Can a United Arab Emirates Citizens Apply For USA DV Lottery 2022?

 

The following countries can participate in the 2020 DV Lottery. The list is updated every year in September, so please check for updates if your country of birth is not among the qualifying countries. Important: Make sure to get your application submitted for the 2020 Diversity Immigrant Visa Lottery as soon as possible. Apply online today to get the best chance of being selected so you can live and work in The United States. United Arab Emirates Citizens Apply For USA DV Lottery  From this link.

Necessary Requirements while applying for USA DV Lottery 2022

Please Carefully fill out the following on the DV website’s prescribed application form:

1. The old name of the applicant

2. Date of birth

3. Place of Birth (in the city/district where the candidate was born / as mentioned in the birth registration card)

4. Country

5. Photo of the applicant

6. Full address

7. Currently living in the country.

8. Phone number (if any)

9. E-mail address (if any)

10. Highest educational qualification

11. Marital status

12. Number of children (if the child is under 21 years of age)

13. Husband / Wife Information (If the applicant is a husband, the wife’s information should be given in this section)

14. Child information


Final word

After all, we can say that A Bangladeshi normally can not get the USA DV Lottery right now. But anybody can apply if his/her spouse/parents live in eligible countries and who live in the USA. For further notice stay connected with our website.


Share:

সারাদেশে বেড়েছে করোনায় মৃত্যু সংখ্যা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় দেশে আরও ৪৭ মৃত্যু প্রাণহানি বেড়ে ৪,১৭৪ জন।গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন। হাসপাতালে মারা গেছেন ৪৪ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৩ হাজার ২৭৪ জন (৭৮.৪৪ শতাংশ) এবং নারী ৯০০ জন (২১.৫৬ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় ১৩,৭৪১ নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত ২,২১১ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬.০৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০.২৬ শতাংশ। এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ। দেশে এ পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৭৯৪ করোনা রোগী শনাক্ত। গত ২৪ ঘণ্টায় ৩,৩৭৮ জনসহ মোট সুস্থ ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৪.১৬ শতাংশ 

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৫ হাজার ৬২৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯৭৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭০ লাখ ৯২ হাজার ৭৪৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৪ হাজার ৭৯৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতে। এ নিয়ে ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৩ লাখ ৪৭ হাজার ৯৪০ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৯ লাখ ৪৭ হাজার ২৫০ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২৫ লাখ ৮৩ হাজার ৬৩ জন)।

২৮ আগস্ট (শুক্রবার) বাংলাদেশ কড়োনা আপডেট

 

 গত ২৪ ঘণ্টায়

 মোট

শনাক্ত

 ২২১১

 ৩০৬৭৯৪

মৃত্যু

 ৪৭

 ৪১৭৪

সুস্থ

 ৩৩৭৮

 ১৯৬৮০৬

পরীক্ষা

 ১৩৭৪১

 ১৫১৪১২৬

 




নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.০৯ মৃত্যুর হার ১.৩৬ সুস্থতার হার ৬৪.১৬ শতাংশ।

Share:

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner