করোনাভাইরাস বিষয়ে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৯৪ জন।
নতুন করে ১২,৫২৩ জনের নমুনা পরীক্ষায় ২৫৯৫ জনের করোনা শনাক্ত, মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।
দেশে মোট ২ লাখ ৭৯ হাজার ১৪৪ করোনা রোগী শনাক্ত।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬০ হাজার ৫৯১ জনে।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৩ হাজার ১২৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩২ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৪ লাখ ৩২ হাজার ৪৫৬ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (১৯ লাখ ১৮ হাজার ৭৬ জন)।
১৭ আগস্ট (সোমবার) বাংলাদেশ করোনা আপডেট
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ২৫৯৫ | ২৭৯১৪৪ |
মৃত্যু | ৩৭ | ৩৬৯৪ |
সুস্থ | ১৬৪১ | ১৬০৫৯১ |
পরীক্ষা | ১২৫২৩ | ১৩৬৪১৮৯ |
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০.৭২ শতাংশ।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box