বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ১৩,১৬২ নমুনা পরীক্ষায় ২,৬১৭ জনের করোনা শনাক্ত।
দেশে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩,৫৫৭ জন।
দেশে এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১১৫ করোনা রোগী শনাক্ত।
আরও সুস্থ ১৭৮২ জন, মোট হলেন সুস্থ ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৬৯ হাজার ১৩১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৬০ হাজার ৩০২ জন।
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৭০ হাজার ৪৭৪ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪ হাজার ২৬৩ জন।
মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ হাজার ৬৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৩৮০ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৯৫ হাজার ৪৭১ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৪৭ হাজার ১৩৮ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ২ হাজার ৭০১ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ২৬০ জন।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (২৮ লাখ ১২ হাজার ৬০৩ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৩ লাখ ৯ হাজার ৪৭৭ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (১৬ লাখ ৯৫ হাজার ৮৬০ জন)।
১৩ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ করোনা আপডেট
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ২৬১৭ | ২৬৯১১৫ |
মৃত্যু | ৪৪ | ৩৫৫৭ |
সুস্থ | ১৭৮২ | ১৫৪৮৭১ |
পরীক্ষা | ১৩১৬২ | ১৩১৫৯০১ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box