Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Monday, August 10, 2020

ভারতে উত্তরপ্রদেশের, মেয়েকে খুনের অভিযোগে জেলে বাবা ।

আমরোহা: মেয়েকে খুনের অভিযোগে জেলবন্দি বাবা ও ভাই। দীর্ঘ ১৮ মাস ধরে জেলের ঘানি টানছেন তাঁরা। অথচ পুলিসের খাতায় ‘মৃত’ মেয়ে রয়েছে বহাল তবিয়তে। পাশের গ্রামে সংসার পেতেছে সে। স্বামী ও সদ্যোজাত সন্তানকে নিয়ে সুখের সংসারে দিব্যি দিন কাটছে তাঁর। উত্তরপ্রদেশের আমরোহা জেলার এই ঘটনায় হতবাক পুলিস -প্রশাসন। অন্যদিকে তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলে সরব অভিযুক্তের পরিবার সহ জেলার আমজনতা। ওই ব্যক্তি ও তাঁর বড়ছেলের অবিলম্বে মুক্তির দাবিতে সুর চড়িয়েছেন তাঁরা। পাশাপাশি ঘটনায় জড়িত পুলিসদের দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানানো হয়েছে। সূত্রের খবর, গত বছর ফেব্রুয়ারি মাসে মালাপুর গ্রামের সুরেশ কিশোরের মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্তে নামে পুলিস। কিছুদিন পর তারা জানায়, মেয়েটিকে খুন করা হয়েছে। দাবির সত্যতা প্রমাণ করতে পিস্তল, কার্তুজ ও রক্তমাখা কাপড়ও ‘উদ্ধার’ করে তারা। এরপর খুনিকে ধরতে শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। মেয়েটির ছোট ভাই রাহুলের অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে নিয়ে গিয়ে বাবা ও দাদার উপর অত্যাচার চালিয়েছে পুলিস। যার জেরে চাপের মুখে পড়ে তাঁরা খুনের দায় স্বীকারে বাধ্য হয়েছেন। রাহুলের দাবি, কিছুদিন আগে তিনি জানতে পারেন, তাঁর দিদি বেঁচে আছে। শুধু তাই নয়, ইতিমধ্যে নিজের প্রেমিককে বিয়ে করে সুখে দিন কাটাচ্ছে সে।

Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner