রোববার (৩০ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু। প্রাণহানি বেড়ে ৪,২৪৮ গত ২৪ ঘণ্টায় ১১,৯৩৪ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১,৮৯৭ জন।গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৫.৯০ শতাংশ । এছাড়া ২৪ ঘণ্টায় ১২ হাজার ১২০টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯। এ পর্যন্ত শনাক্তের হার ২০.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩,০৪৪ জনসহ মোট সুস্থ ২ লাখ ১ হাজার ৯০৭ জন । মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪.৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, রোববার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৭৭৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৪২৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৮৯০ জন।সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, ৩৪ লাখ ৮ হাজার ৭৯৯ জন; দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল; ৩০ লাখ ৬ হাজার ৮১২ জন; এবং তৃতীয় অবস্থানে আছে ভারত, ২৭ লাখ ১২ হাজার ৫২০ জন।
৩০ আগস্ট (রোববার) বাংলাদেশ করোনা আপডেট
|
গত
২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৮৯৭ |
৩১০৮২২ |
মৃত্যু |
৪২ |
৪২৪৮ |
সুস্থ |
৩০৪৪ |
২০১৯০৭ |
পরীক্ষা |
১১৯৩৪ |
১৫৩৭৭৪৯ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box