বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১টি ল্যাবে ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৪ লাখ ৭ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন ৪১ জন, তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ৯ জন,তাদের মধ্যে হাসপাতালে ৩৮ জন ও বাড়িতে ৩ জন রোগী মারা । এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৮২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩২৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬৮৯৯১ জন।
ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৯৬৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫১ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৭ লাখ ৯৩১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩০ লাখ ৬২ হাজার ৩৩১ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৬ লাখ ১৫ হাজার ২৫৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২০ লাখ ৯৬ হাজার ৬৮ জন)।
২০ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ করোনা আপডেট
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ২৮৬৮ | ২৮৭৯৫৯ |
মৃত্যু | ৪১ | ৩৮২২ |
সুস্থ | ৩২৫৩ | ১৬৮৯৯১ |
পরীক্ষা | ১৪০৫৯ | ১৪০৭৫৫৬ |
গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ২০.৪০ শতাংশ এবং এ পর্যন্ত সনাক্তের হার ২০.৪৬ শতাংশ। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.৬৯ শতাংশ এবং সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box