Tuesday, June 30, 2020
সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, বাংলাদেশে ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৪৪ করোনা রোগী, মোট সুস্থ ৫৯৬২৪ জন। করোনায় দেশে মোট আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।
Monday, June 29, 2020
কম খরচে কথা বলা যাবে যেকোন মোবাইল নম্বরে।
দেশে ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৮৩ জনে।
Sunday, June 28, 2020
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৩৮ জনে
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৩৮০৯ | ১৩৭৭৮৭ |
মৃ্ত্যু | ৪৩ | ১৭৩৮ |
সুস্থ | ১৪০৯ | ৫৫৭২৭ |
পরীক্ষা | ১৮০৯৯ | ৭৩০১৯৭ |
নমুনা সংগ্রহ | ১৭০৩৪ | - |
Saturday, June 27, 2020
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৫ জনে।
৩০ বছর পর লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ,
লিভারপুলের খেতাব জয়ের উৎসবের মঞ্চটা অবশ্য বৃহস্পতিবার স্টামফোর্ড ব্রিজে গড়ে দেয় চেলসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে ৩৬ মিনিটে লিড নেয় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। পালিসিচ গোল করে দলকে এগিয়ে দেন (১-০)। যদিও বিরতির পর ৫৫ মিনিটে সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন (১-১)। অসাধারণ ফ্রি-কিকে চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে পরাস্ত করেন এই বেলজিয়ান মিডফিল্ডার। এরপরই রহিম স্টার্লিংয়ের শট পোস্টে প্রতিহত হয়। ৭৭ মিনিটে ট্যামি আব্রাহামের গোলমুখী শট হাত দিয়ে আটকাতে গিয়ে দলের বিপদ ডেকে আনেন ফার্নান্দিনহো। ভারের সাহায্য নিয়ে ম্যান সিটির এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে সরাসরি লাল কার্ড দেখানোর পাশাপাশি চেলসির পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। যা থেকে লক্ষ্যভেদ উইলিয়ানের (২-১)। এই ম্যাচ হারের ফলে ৩১ পয়েন্ট নিয়ে ৬৩ পয়েন্টেই আটকে রইল সিটি। আর ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল লিভারপুল। তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটি সমসংখ্যক ম্যাচে ৫৫ পয়েন্ট পেয়েছে। তাদের এক পয়েন্ট পিছনেই চেলসি। বৃহস্পতিবার স্টামফোর্ড ব্রিজে শেষ বাঁশি বাজতেই বাঁধন ছাড়া উচ্ছ্বাসে মাতেন লিভারপুল ফুটবলাররা। এদিন চেলসি-ম্যান সিটি ম্যাচ চলাকালীন বেশ কিছু সমর্থক স্টেডিয়ামের বাইরে লিভারপুল জার্সি গায়ে পতাকা হাতে অপেক্ষা করছিলেন। প্রিয় দলের খেতাব জয় নিশ্চিত হতেই সেই সংখ্যা গুণোত্তর প্রগতিতে বাড়তে থাকে। ক্রমশ লিগ জয়ের সেলিব্রেশন ততই বাড়তে থাকে তাঁদের।
![]() |
বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে চেলসির কাছে হারার পর লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। |
১৯৯০ সালের পর আবারো ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল।
মার্চ মাসে করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে সব ধরণের খেলা বন্ধ থাকায় লিভারপুল ফ্যানরা আশঙ্কায় ছিল যে ত্রিশ বছরের অপেক্ষা আরো দীর্ঘায়িত না হয়।
তবে প্রিমিয়ার লিগের খেলা শুরু হওয়ার পর থেকেই তারা এই মুহুর্তটির অপেক্ষা করছিলেন।
এ মৌসুমের শিরোপা জিততে ইয়ুর্গেন ক্লপের দলের মাত্র একটি জয় প্রয়োজন ছিল।
তবে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় সাত ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় তাদের শিরোপা।
ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এটি লিভারপুলের ১৯তম শিরোপা আর ১৯৮৯-৯০ মৌসুমের পর এটিই প্রথম।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে লিভারপুল শহরের মেয়র ক্লাবের সমর্থকদের ঘরে থাকার আহ্বান জানালেও শিরোপা উদযাপন করতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে।
শিরোপা জয়ের পর লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, "এর চেয়ে বড় কিছু আমি চিন্তা করতে পারি না। আমি যতটুকু ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি এই অর্জন।"
Friday, June 26, 2020
প্যারোলে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার পথ সুগম হচ্ছে।
প্যারোলে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার পথ সুগম হচ্ছে। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাঁকে বিদেশে যেতে দেওয়ার ব্যাপারে সরকারের হাইকমান্ডের মনোভাব ইতিবাচক বলে জানা গেছে।
এ ব্যাপারে ঢাকায় অবস্থানকারী খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সরকারের উচ্চপর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁদের সবুজ সংকেত দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ ও সরকারের উচ্চপর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র তথ্য জানিয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না—এই শর্তে প্যারোলে মুক্তি পান। তাই তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চাইলে সরকারের অনুমতি নিতে হবে।
সূত্র জানিয়েছে, সমঝোতার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেয়েছেন এবং একই প্রক্রিয়ায় চিকিৎসার জন্য লন্ডন যাবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই প্যারোলে খালেদা জিয়ার মুক্তির জন্য চেষ্টা করে আসছিল তাঁর পরিবার। শেষ পর্যন্ত গত ২৫ মার্চ তিনি মুক্তি পান।
সেই থেকে নিভৃত জীবন যাপন করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিদেশে চিকিৎসার জন্য গেলেও তাঁর জীবনযাপন ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। কারণ শর্ত অনুযায়ী তাঁকে সেখানেও নীরব ভূমিকা পালন করতে হবে।
সরকারের সূত্রটি দাবি করেছে, খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গেলেও প্রকাশ্যে চলাফেরা করতে পারবেন না বলে সরকারের শর্তের মধ্যে রয়েছে। শর্ত সাপেক্ষে মুক্তির পর থেকে গুলশানের ভাড়া বাসায় যেভাবে বসবাস করছেন, লন্ডনে ঠিক তেমনি থাকবেন।
প্রকাশ্য কোনো মন্তব্য, বক্তব্য ও বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার অঙ্গীকারও তাঁর পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। মুক্তি ছয় মাসের জন্য দেওয়া হলেও পরবর্তী সময়ে চিকিৎসার প্রয়োজন দেখিয়ে এই মেয়াদ বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।
শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার আগে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের তথ্য অনুযায়ী, খালেদা জিয়া ডায়াবেটিস, চোখের সমস্যায় ভুগছেন। তবে তাঁর মূল সমস্যা গেঁটে বাত।
জানা যায়, খালেদা জিয়ার বিরুদ্ধে অন্তত ৩৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা বিচার পর্যায়ে আছে।
সংগৃহীত
ইতিহাসে আজকের দিন।( ১২৮৪ - কিংবদন্তি হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে জান)
১২৮৪ - কিংবদন্তি হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে জান
১৮১৯ - বাই সাইকেল এর পেটেন্ট করা হয়
১৮৩৮ - সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম
১৮৭৩ -ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী গওহর জানের জন্ম
১৯৩৪ - প্রথম বারের মত ব্যবহারিক হেলিকপ্টার ফক উল্ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে ওড়ে
১৯৬৮: ইতালির ফুটবলার পাওলো মালদিনির জন্ম
১৯৭৪ - প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পণ্য বিক্রয় হয়। পণ্যটি ছিল চিবানোর গাম
১৯৭৭ - এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।
১৯৭৯ - কিংবদন্তির মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন
২০০৫: ক্রিকেটার একনাথ সোলকারের মৃত্যু
দেশে ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জনে।
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৩৮৬৮ | ১৩০৪৭৪ |
মৃ্ত্যু | ৪০ | ১৬৬১ |
সুস্থ | ১৬৩৮ | ৫৩১৩৩ |
পরীক্ষা | ১৮৪৯৮ | ৬৯৬৯৪১ |
নমুনা সংগ্রহ | ১৮২৭৫ | -- |
Thursday, June 25, 2020
বাংলাদেশীর প্রা’ণ কে’ড়ে নিলো বিএসএফ, ভারতীয় সী’মান্তে ।
দেশে ৩ হাজার ৯৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬২১ জনে।
Wednesday, June 24, 2020
দেশে ৩ হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬৬০।
কলেজ পড়ুয়া মেয়েরা হোটেলে ঘন্টা চুক্তিতে এসব কি করছে? দেখুন ভিডিওতে
একজন সন্তানকে মানুষ করার জন্য বাবা-মা তাদের সর্বচ্চ চেষ্ঠা করে । আর এই সন্তানেরা এমন কিছু কাজ করে যার ফলে বাবা মায়ের সম্মান থাকে না । একজন বাবা তার সন্তানকে তার চেয়ে ভালো কিছু করার জন্য প্রতিদিন নিরোলস পরিশ্রম করে যায় । আর এই পরিশ্রমের ফল হিসাবে সে কিছুই চায় না । তাদের পরিশ্রমের বিবরণ শেষ হবার নয় ।
তবে কিছু কিছু সন্তানের জন্য পিতা-মাতার সম্মান নষ্ট হয়ে যায় । তারা কোন দোষ ছাড়াই এই দোষের বোঝা ঘাড়ে নিয়ে ঘোরে । তাই সন্তানকে ভালো ভাবে ভাল পথে মানুষ করার জন্য একজন অভিভাবকের আপ্রাণ চেষ্ঠা থাকে । তাদের এই চেষ্ঠার মধ্যে সবোর্চ্চ সফলতা লক্ষ করা যায় । এর মধ্যে বেতিক্রম কিছু থাকে তাদের কারণে পিতা মাতারা সমাজের কাছে অপমানিত হয় ।
প্রতিটি অভিভাকের অনেক বেশি সর্তক হতে হবে । সন্তান কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে , তার বন্ধু কারা, তার বন্ধুরা ভাল নাকি তারা বেদায়ব । সবকিছু বিবেচনা করে দেখতে হবে । তা না হলে সন্তান খারাপ বখাটে খেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাবে । আর এখানে যে ছেলে সন্তান খারাপ হতে পারে তা কিন্তু নয় একজন মেয়ে সন্তানও নষ্ট হতে পারে । এই জন্য তাদের প্রতি সবসময় অনেক বেশি নজর দ্বারি করতে হবে ।
কলেজ পড়ুয়া মেয়েরা হোটেলে ঘন্টা চুক্তিতে এসব কি করছে? ভিডিও দেখতে open ক্লিক করুন
শিশুর প্রয়োজন বাবা-মায়ের সহযোগিতা। অনেক ক্ষেত্রে বাবা মায়েরা সন্তানকে এসব কারণে বকা দেন কিংবা অন্য শিশুর সাথে তুলনা করেন। এতে সন্তানের আত্মবিশ্বাস অনেক কমে যায় এবং সমস্যা প্রকট আকার ধারণ করেন। জেনে নিন এক্ষেত্রে কি করা উচিত সেই সম্পর্কে।
খেলনা ছাড়া কিছু খেলা খেলুন সন্তানের সাথে। যেমন: ছোঁয়াছুঁয়ি, কানামাছি, ইচিং-বিচিং, লুকোচুরি ইত্যাদি। এই ধরণের খেলাগুলো নিয়মিত খেললে আপনার সন্তান আপনার সাথে আই কন্টাক্ট করতে পারবে সহজেই এবং আপনি কি বলছেন সেটা অনুসরণ করতে পারবে।
এ বছর সীমিত আকারে পবিত্র হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
![]() |
ছবি সংগৃহীত - বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন ওইসব সীমিত সংখ্যক হাজিদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে। |
Tuesday, June 23, 2020
আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হতে পারে।
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানান।
জিলকদ মাসের পরই আরবিতে ১২ মাসের শেষ মাস জিলহজ্জ মাস। জিলহজ্জ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ্জ করতে যান। এ মাসের ৮-১০ তারিখে হজ্জ অনুষ্ঠিত হয়। জিলহজ্জ মাসের ১০ তারিখে পবিত্র ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হয়। এই ঈদে কোরবানি দেন মুসলমানেরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হতে পারে।
চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪১ হিজরি সালের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
পর্যালোচনা করে দেখা যায়, সোমবার ২৯ শাওয়াল ১৪৪১ হিজরি (২২ জুন) দেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ফলে মঙ্গলবার থেকে ১৪৪১ হিজরি সালের পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে।
সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ওয়াকফ প্রশাসক (ভারপ্রাপ্ত) এসএম হুমায়ুন কবির সরকার, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রেস) মো. শাহেনুর মিয়া, ঢাকা জেলার এডিসি (সাধারণ) মো. শহিদুজ্জামান, বিটিভির পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪৫ জনে।
Monday, June 22, 2020
কী উপায়ে সচেতন হবেন ! করোনায় ক্ষতি হতে পারে কিডনি।
লকডাউন, গ্রীষ্ণ বা বর্ষা কোনও কিছুই কোভিড-১৯-কে জব্দ করতে পারেনি। এখন সুস্থ হওয়ার হার বাড়লেও ক্রনিক অসুখের রোগীদের শঙ্কা কমেনি একটুও। আমাদের দেশে ডায়াবিটিস ও হাই ব্লাড প্রেশারের কারণে ক্রনিক কিডনির অসুখের রোগীর সংখ্যা অনেক। এঁদের সঙ্গে যাঁরা কিডনির অসুখে ভুগছেন, তাঁদেরও বিশেষ সাবধানতা নেওয়া উচিত। কিডনির কাজ কমে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে। তাই করোনার বিরুদ্ধে যথযথ প্রতিরোধ গড়ে তুলতে না পারলে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
নেফ্রোলজিস্ট জয়ন্ত দত্তের মতে, “যাঁদের কিডনির কাজ একেবারেই কমে যায়, যাঁদের নিয়মিত ডায়ালিসিস করতে হয় তাঁদের বাড়তি সতর্কতা নেওয়ার পাশাপাশি ডায়ালিসিসও চালিয়ে যেতে হবে। করোনার ভয়ে ডায়ালিসিস বন্ধ রাখলে সমস্যা বাড়বে।”
কিডনি আমাদের শরীরের রক্ত নানা দূষিত পদার্থ রক্ত থেকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বার করে দেয়। রক্ত পরিশোধন করার পাশাপাশি শরীরের পিএইচ ও জলের ভারসাম্য রক্ষা করা কিডনির অন্যতম কাজ। তাই কোনও ভাবে কিডনির কাজ ব্যহত হলে শরীরে নানান বিষাক্ত পদার্থ জমে অসুস্থতা বাড়ে। তাই কিডনির ক্রনিক অসুখে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। চিকিৎসকের নির্দেশ মেনে ওষুধ ও সঠিক ডায়েট মেনে চলার পাশাপাশি হ্যান্ড হাইজিন ও মাস্ক ব্যবহার করা একান্ত আবশ্যক।
ক্রনিক কিডনি ডিজিজের অন্যতম কারণ অনিয়ন্ত্রিত রক্তচাপ আর ডায়বিটিস। তাই যাঁদের এই সব সমস্যা আছে, তাঁদের নিয়ম করে কিডনি চেক আপ করা উচিত। যেহেতু কিডনির অসুখের প্রাথমিক অবস্থায় সে রকম কোনও উল্লেখযোগ্য উপসর্গ থাকে না, তাই রোগ ধরা পড়তে দেরি হয়। তাই যাঁদের এই দুটি সমস্যা আছে তাঁদের বছরে এক বার রুটিন ইউরিন টেস্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন ও অ্যালবুমিন পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। করোনার সময়ে রক্ত পরীক্ষা বা অন্যান্য চিকিৎসার জন্য ক্লিনিকে যেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং বাড়ি ফেরার পর পোশাক বদলে সব কিছু স্যানিটাইজ করতে হবে।
কোন কোন উপসর্গে সাবধান হবেন
ক্রনিক কিডনির অসুখ আছে কি না তা বোঝা বেশ মুশকিল। এই সমস্যার সে রকম কোনও উপসর্গ থাকে না। বারে বারে প্রস্রাবের সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ইউরিন পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এ ছাড়াও এই সব উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসককে জানাবেন।
এই ধরণের সমস্যা হলে ইউরিন টেস্ট-সহ প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করিয়ে নিয়ে চিকিৎসা শুরু করা দরকার। কিডনির অসুখের পাঁচটি স্টেজ আছে। প্রথম চারটি স্টেজে ওষুধ ও লাইফস্টাইল মডিফিকেশন করেই ভাল থাকা যায়। কিন্তু স্টেজ ৫ এ ডায়ালিসিস ও কিডনি প্রতিস্থাপন করা ছাড়া উপায় থাকে না।
কী করবেন, কী করবেন না
ক্রনিক কিডনির অসুখে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময় অন্তর খাবার খেতে হবে। বেশি নুন বা জলীয় খাবার খেলেও কিডনির ধকল বাড়ে। পা ও মুখে জল জমে ফুলে যায়। তাই কম নুন দিয়ে রান্না করা বাড়ির খাবার খেতে হবে। চানাচুর, চিপস, আচার ইত্যাদিতে প্রচুর নুন থাকে, এগুলি বাদ দেবেন। এ ছাড়া প্রানীজ প্রোটিন দুর্বল কিডনির উপর বাড়তি চাপ ফেলে। তাই মাছ, ডিম, চিকেন খেতে হবে বিশেষজ্ঞের পরামর্শ মেনে নির্দিষ্ট পরিমাপে।
করোনা আক্রান্তের কিডনি খারাপ হওয়ার শঙ্কা বেশি
নোভেল করোনাভাইরাসের চরিত্র সম্পর্কে এখনও অনেক কিছুই আমাদের অজানা। তবে দেখা গেছে যে বেশির ভাগ ক্ষেত্রে কোভিড-১৯ ফুসফুসকে আক্রমণ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও কিডনির কোষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিডনির রক্তবাহী ধমনীতে রক্তের ডেলা আটকে যাওয়ায় শরীরে অক্সিজেনের পরিমাণ খুব কমে যায়। ফলে কিডনির কোষ এমন ক্ষতিগ্রস্ত হয়। চিন, নিউ ইয়র্ক, ইতালি ও ফ্রান্সে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন. তাঁদের ৩০ শতাংশেরই কিডনি খারাপ হয়েছে। তাই কোভিড আক্রান্তদের বেলায় অসুখ সারার পর কিডনি বিশেষজ্ঞের পরমার্শ মেনে চলা উচিত।
সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪৮০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০২ জনে।
Sunday, June 21, 2020
দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৪৬৪ জন।
Saturday, June 20, 2020
রিজেন্ট পার্কে, বাড়ি ঢুকে ঘুমন্ত কলেজছাত্রীকে গুলি করে মারল প্রাক্তন প্রেমিক।
ঘুমের মধ্যে বিছানাতেই গুলি করে খুন তরুণীকে। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লিতে। গুলির আওয়াজে ঘুম ভাঙে বাড়ির বাকি সদস্যদের। আততায়ী যখন পালিয়ে যাচ্ছে, তখন তাকে চিনতে পারেন তরুণীর বৃদ্ধা পিসি। মৃতা তরুণীর সঙ্গে আগে সম্পর্ক ছিল আততায়ী যুবকের। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই তরুণী। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক ভাবে ধারণা পুলিশের।
রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লির বাসিন্দা ২০ বছরের প্রিয়ঙ্কা পুরকায়েত। স্থানীয় ওমেনস ক্রিশ্চিয়ান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। দুই পিসি এবং মায়ের সঙ্গে থাকতেন প্রিয়ঙ্কা। বাবা বছর দেড়েক আগে মারা গিয়েছেন। প্রিয়ঙ্কার মা রত্না বলেন, ‘‘আমি এবং আমার ছোট ননদ ভোর বেলা সবে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। তখনই জানতে পারি মেয়েকে গুলি করেছে।” রত্না এবং তাঁর ছোট ননদ শশীবালা পরিচারিকার কাজ করেন। বাড়িতে প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন তাঁর বড় পিসি, যিনি প্রায় চলচ্ছক্তিহীন।
![]() |
ছবি সংগৃহীত |
গুলির আওয়াজ পান প্রতিবেশীরাও। তাঁরাও ছুটে আসেন। ঘরের মধ্যে বিছানাতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় প্রিয়ঙ্কার দেহ। তাঁর পিসির সঙ্গে কথা বলে জানতে পারেন আততায়ী জয়ন্ত হালদার। পাশের পাড়ার বাসিন্দা জয়ন্তর সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রিয়ঙ্কার। পুলিশকে প্রিয়ঙ্কার পরিবারের সদস্যরা জানিয়েছেন, পেশায় গাড়িচালক জয়ন্ত বেশ কয়েক বার বিয়ের জন্য চাপ দিচ্ছিল প্রিয়ঙ্কাকে। কিন্তু পড়া শেষ না করে বিয়েতে রাজি হচ্ছিলেন না প্রিয়ঙ্কা। বিয়েতে রাজি না হওয়ার কারণে সম্পর্কের অবনতি ঘটে দু’জনের। বছর খানেক আগে বিয়েও করেন নেন জয়ন্ত। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের পরও প্রিয়ঙ্কার সঙ্গে একটা ক্ষীণ যোগাযোগ থেকে গিয়েছিল জয়ন্তের। স্ত্রীকে ছেড়ে প্রিয়ঙ্কাকে বিয়ে করার প্রস্তাবও দেন জয়ন্ত। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি প্রিয়ঙ্কা। তা নিয়ে গত কয়েক দিন ধরেই মনোমালিন্য চলছিল দু’জনের। পুলিশ সূত্রে খবর, প্রতি দিন ভোরে বাড়ির পিছনের দিকের দরজা খুলে কাজে চলে যেতেন রত্না এবং শশীবালা। বাইরে থেকে ভেজিয়ে রাখা হত পিছনের দিকের দরজা। সেই দরজা দিয়েই এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রিয়ঙ্কার ঘরে ঢোকে জয়ন্ত। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রিয়ঙ্কার মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়ঙ্কার। তাঁর পিসি অক্ষম হওয়ায় বাধা দিতে পারেননি আততায়ীকে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, আগে থেকেই প্রিয়ঙ্কার বাড়ির উপর নজর রাখত জয়ন্ত। আততায়ী জানত যে বাড়ির পিছনের দিকের দরজা এই সময় খোলা থাকে। এটাও জানত যে, প্রিয়ঙ্কার সঙ্গে থাকেন চলচ্ছক্তিহীন বৃদ্ধা পিসি। সেই সুযোগ কাজে লাগিয়েই এ দিন ঘরে ঢুকে গুলি চালায় জয়ন্ত। ঘটনার পর থেকে ফেরার জয়ন্ত। তাঁর খোঁজে তল্লাশি চলছে। জয়ন্তের পরিবারের সদস্যদের জেরা করা হচ্ছে।
সংগৃহীত
অনলাইনে ক্লাস করতে না-পারায় সম্প্রতি কেরলে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।
অনলাইনে ক্লাস করতে না-পারায় সম্প্রতি কেরলে আত্মঘাতী হয়েছে এক স্কুলছাত্রী। এ বার তেমনই ঘটনা ঘটল বালির রাজচন্দ্রপুরে। সেখানকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বছর ষোলোর এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোবাইল খারাপ হওয়ায় অনলাইন ক্লাসে যোগ দিতে পারছিল না ওই ছাত্রী। পরীক্ষায় ফেল করার আশঙ্কায় মনমরা হয়ে থাকত সে।
![]() |
ছবি সংগৃহীত |
মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকালে বালিতে এসে পৌঁছন শিবানীর বাবা সেন্টু সাউ। তিনি বলেন, ‘‘মেয়েকে রোজ বলতাম, মন দিয়ে পড়াশোনা কর। বলেছিল, মোবাইল খারাপ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। লকডাউনে দেশের বাড়িতে আটকে না-পড়লে মেয়েটাকে একটা মোবাইল কিনে দিতামই।’’
শুভম জানান, দিন দশেক ধরে কারও সঙ্গেই কথা বলছিল না তাঁর বোন। সব সময়ে
পরীক্ষায় পাশ না করার আতঙ্কে থাকত। শুভম বলেন, ‘‘অনলাইনে ক্লাস করতে না-পারায় খুব ভেঙে পড়েছিল। বোঝাতাম, বাবা ফিরলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বোন বুঝল না।’’
সংগৃহীত
Friday, June 19, 2020
লকডাউন বাস্তবায়ন পদ্ধতি ঢাকা জোন
আইসোলেশন কেন্দ্র:
⇒করোনা রোগীকে সরকার নির্ধারিত আইসোলেশন কেন্দ্রে রাখা হবে।
টেলিমেডিসিন সার্ভিস:
⇒লাল ও হলুদ জোনে ডক্টরস পুল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন।
⇒ডক্টরস পুলে মনোরোগ বিশেষজ্ঞ অন্তর্ভু্ক্ত থাকবে।
মৃতদেহ সৎকার:
⇒মৃতদেহ সৎকার ‘আল মারকাজুল ইসলামী’ বা আঞ্জুমানে মুফিদুল ইসলাম’ বা এ কাজে নিয়োজিত বেসরকারি স্বেচ্ছাসেবী
হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা:
⇒কোনও রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দিলে ১৬২৬৩ বা ডক্টরস পুলে ফোন করলে প্রয়োজনীয়
সহযোগিতা পাওয়া যাবে।
বাজার বা ফার্মেসি:
⇒রেড জোনে হোম ডেলিভারি।
⇒হলুদ ও সবুজ জোনে খোলা থাকবে।
রেস্তোরাঁ বা চা দোকান:
⇒রেড জোনে হোম ডেলিভারি।
⇒হলুদ জোনে টেক আউট।
⇒সবুজ জোনে খোলা থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, কারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প:
⇒লাল জোনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বন্ধ থাকবে।
⇒হলুদ জোনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাকি প্রতিষ্ঠানগুলো ৫০ শতাংশ কর্মী দিয়ে চালু থাকবে।
⇒সবুজ জোনে সবকিছু খোলা থাকবে।
শপিং মল:
⇒সব জোনেই বন্ধ থাকবে।
গণপরিবহন:
⇒লাল জোনে গণপরিবহন চলাচল করবে না।
⇒হলুদ জোনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
⇒সবুজ জোনে সব চলাচল করবে।
মালবাহী যানবাহন:
⇒লাল জোনে শুধু রাতে চলবে।
হলুদ ও সবুজ জোনে দিনে রাতে চলতে পারবে। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান:
⇒লাল জোনে সাধারণের প্রবেশ নিষেধ।
হলুদ ও সবুজ জোনে দূরত্ব এঁকে ব্যবহার করা যাবে। জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ:
⇒লাল ও হলুদ জোনে ভৌগোলিক বাস্তবতায় সড়ক, গলি, গলিমুখ ইত্যাদি বন্ধ থাকবে।
⇒মহল্লার ভিতরে বা গলিতে জনসাধারণের অবাধ বিচরণ বা আড্ডা অবশ্যিকভাবে বন্ধ থাকবে।
বস্তিবাসী বা লকডাউনের কারণে কর্মহীনদের খাদ্য ব্যবস্থাপনা:
⇒লকডাউন এলাকায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য ২ সপ্তাহের খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে।