Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Sunday, November 22, 2020

একবার আক্রান্তের পর দ্বিতীয়বার আক্রান্তের শঙ্কা কম: অক্সফোর্ড

গবেষণার এই ফল বিশ্বব্যাপী করোনা আক্রান্তদের স্বস্তি দেবে বলে মনে করছেন অক্সফোর্ডের গবেষকরা। আর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মেডরিক্সিভ ওয়েবসাইটে। করোনায় একবার আক্রান্তের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্তের আশঙ্কা নেই বললেই চলে। সম্প্রতি যুক্তরাজ্যে স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো এ গবেষণার আলোকে এ তথ্য জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। একে সুখবর বলছেন গবেষণায় নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়টির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডেভিড আইয়ার।
দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হওয়ার কয়েকটি ঘটনায় রয়েছে উদ্বেগ। খবর আসে, সংক্রমণের পর মানবদেহে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বেশিদিন স্থায়ী নাও থাকতে পারে, আছে আবারও অসুস্থ হওয়ার শঙ্কা। আর এ বিষয়টি নিয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর গবেষণা চালিয়েছে অক্লাসফোর্ড।

বিশ্ববিদ্যালয়টির জনস্বাস্থ্য বিষয়ক বিভাগের অধ্যাপক ডেভিড আইয়ার জানিয়েছেন, প্রথমবার করোনা আক্রান্ত হওয়া বেশির ভাগ মানুষের শরীরেই তৈরি হয় এন্টিবডি, আর এতে অন্তত ৬ মাসের মধ্যে দ্বিতীয়বার সংক্রমণের শঙ্কা থাকে না। স্বাস্থ্য পরীক্ষায় অ্যান্টিবডি পজিটিভ ফল আসা কারও ক্ষেত্রেই করোনা সংক্রমণের নতুন কোনো লক্ষণও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে চালানো হয়েছিল এই গবেষণা। ৩০ সপ্তাহের পর্যালোচনায় দেখা গেছে, অ্যান্টিবডি না থাকা ১১ হাজার ৫৮ কর্মীর মধ্যে ৮৯ জনের ক্ষেত্রে রোগের উপসর্গসহ নতুন সংক্রমণ দেখা গেছে। আর অ্যান্টিবডি থাকা এক হাজার ২শ ৪৬ জনের কেউ আক্রান্ত হননি।
Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner