ফার্স্ট লেডি হচ্ছেন বিশ্বের নির্দিষ্ট কয়েকটি দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানদের স্ত্রীদেরকে প্রদত্ত উপাধি। এ উপাধিটি তিনি অলিখিতভাবে প্রচার মাধ্যমসহ জনগণের কাছ থেকে ধারণপূর্বক ব্যবহার করে থাকেন। পুরুষ দের ক্ষেত্রে এর লিঙ্গ বৈপরীত্য হিসেবে ফার্স্ট জেন্টেলম্যান উপাধি প্রদান করা হয়ে থাকে।
১৮৪০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফার্স্ট লেডি পদবীর উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জ্যকারী টেলরের স্ত্রী ছিলেন ডলি মেডিসন । প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক উদযাপনের সময় স্ব-লিখিত ও উচ্চ প্রশংসাযুক্ত কবিতায় ফার্স্ট লেডি হিসেবে তাকে আখ্যায়িত করেন টেলর।
মার্কিন যুক্তরাষ্ট্রের শুরুর দিকে প্রেসিডেন্টের স্ত্রীকে বিশেষ কোনও নামে ডাকা হত না। প্রেসিডেন্টদের স্ত্রীরা নিজেরাই অনেকসময় কী নামে ডাকা হবে তা ঠিক করে দিতেন। সে অনুযায়ী কাউকে লেডি কাউকে মিসেস প্রেসিডেন্ট বা মিসেস প্রেসিডেন্ট্রেস নামে ডাকা হত। প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্ত্রী মারথা ওয়াশিংটনকে লেডি ওয়াশিংটন নামে ডাকা হত। প্রচলিত তথ্যমতে, ১৮৪৯ সাল থেকে ডল ম্যাডিসনকে প্রথমবারের মত ফার্স্ট লেডি বলে অভিহিত করা হয়। ১৮৬৩ সালের একটি প্রকাশনাতে সর্বপ্রথম লিখিত ভাবে ফার্স্ট লেডি শব্দটির অস্তিত্ব পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নারী গভর্নরদের স্বামীদেরকে ফার্স্ট জেন্ট বলে ডাকার প্রচলন রয়েছে। তবে এখনও কোনও নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট না হওয়ায় নারী প্রেসিডেন্টের স্বামীকে সম্বোধনের প্রশ্নটির সুরাহা হয়নি।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box