জমি নিবন্ধন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে জমি নিবন্ধন ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি দুর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া এক বছরের মধ্যে সারাদেশে জমি ব্যবস্থাপনা ডিজিটালাইজড হবে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে সভায় যোগ দেন।
ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে রেকর্ড অব রাইট দেখে জমি রেজিস্ট্রেশন হবে। এতে একজনের জমি অন্যজন নেওয়ার সুযোগ থাকবে না।
তিনি জানান, এখন থেকে জমি বেচা-কেনায় ৩টি দলিল করতে হবে এবং নুতন ক্রেতাকে ৮ দিনের মধ্যে জমির নামজারি করা সম্ভব হবে এবং অটো মিউটেশন হবে। এছাড়া ১ বছরের মধ্যে সারাদেশে জমি ব্যবস্থাপনা ডিজিটালাইজড হবে বলেও জানান তিনি।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box