বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু,এর মধ্যে ৩১ জন পুরুষ ও নারী ১০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবার মৃত্যু হয়েছে, মোট প্রাণহানি ৪৬৩৪ জন।গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৫৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৭২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৫ হাজার ৮৮৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৭ হাজার ৪৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৫৬৪২টি নমুনা পরীক্ষায় নতুন ১৮৯২ রোগী শনাক্ত। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.১৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৯.৭০ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৭০.১৪ শতাংশ এবং মৃত্যুহার ১.৩৯ শতাংশ।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৭ হাজার ৯১৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৫ হাজার ৯৫২ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৮ লাখ ৪৬ হাজার ৯৫ জন), দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত (৩৪ লাখ ৬৯ হাজার ৮৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৪ লাখ ৫৩ হাজার ৩৩৬ জন)।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ করোনা আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৮৯২ |
৩৩২৯৭০ |
মৃত্যু |
৪১ |
৪৬৩৪ |
সুস্থ |
২৭৪৬ |
২৩৩৫৫০ |
পরীক্ষা |
১৫৫৫৯ |
১৬৯০০১১ |
নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২.১৬ শতাংশ।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box