![]() |
ছবি সংগৃহীত |
যদিও মানবতা কথাটার অনেক গভীর তাৎপর্য আছে, তবুও সাধারণ দৃষ্টিতে মানবতা হলো মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য যার দ্বারা একজন মানুষ পূর্ণাঙ্গ মানুুষে পরিণত হতে পারে। এক কথায় মানবতা হলো মানুষের জন্য মানুষের ভালোবাসা, স্নেহ, মায়া-মমতা। সেটা হোক পাশের বাড়ির কিংবা হাজার মাইল দূরের অপরিচিত কোন মানুষ। স্থান, কাল, ধর্ম ইত্যাদির উপর নির্ভর করে মানবতার রূপ ভিন্ন হতে পারে। একারণেই, আমরা রাস্তার পাশের ছেলেটি যখন ডাস্টবিনে খাবার খোঁজে, কিংবা দুই বছরের বাচ্চা যখন ক্ষুধার জ্বালায় ভিক্ষার জন্য হাত পাতে, তখন মানবতার অবক্ষয় খুঁজে পাই না। কিন্তু হাজার মাইল দূরের শিশুর জন্য মানবতা উথলে পড়ে। আজকে যারা লিবিয়ান মুসলিম কিংবা মায়ানমারের রোহিঙ্গাদের জন্য কেঁদে চোখের আর নাকের পানি এক করতেছে, এই মানুষগুলোই চুপ করে মজা দেখে যখন হিন্দু, বৌদ্ধদের বাড়ীঘর কিংবা মন্দির ভাঙা হয়। ধর্ম এমনই এক অদ্ভুত জিনিস যে হাজার মাইল দূরের ভিন্ন ভাষা, সংস্কৃতির মানুষ একীভূত করলেও পাশের বাসার একই ভাষাভাষি, সংস্কৃতির মানুষ কে এক করতে পারে না। সেই ধর্মই যখন মানবতার বাণী শোনায়, তখন অবাকই হতে হয়।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box