শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় দেশে আরও ৩৪ মৃত্যু জন। প্রাণহানি বেড়ে ৪,৭০২ জন।গত ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী ১১ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৩৩ জন, বাড়িতে ১ জন। গত ২৪ ঘন্টায় ১০,৭২৩ নমুনা পরীক্ষায় নতুন রোগী ১,২৮২ জন । এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জনে। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন।আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১.৯৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০.৯০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৮৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৬ হাজার ৫৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৮ হাজার ২৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৩২৬ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ১৯ হাজার ৭০৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ১২২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতে। এ নিয়ে ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতে। এ নিয়ে ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৯ লাখ ১৭ হাজার ৯৬২ জন), দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত (৩৬ লাখ ২১ হাজার ৪৩৮ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৫ লাখ ৩০ হাজার ৬৫৫ জন)
১২ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ করোনা আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১২৮২ |
৩৩৬০৪৪ |
মৃত্যু |
৩৪ |
৪৭০২ |
সুস্থ |
২২৪৭ |
২৩৮২৭১ |
পরীক্ষা |
১০৭২৩ |
১৭১৫৪৮১ |
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১.৯৬ শতাংশ।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box