শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় একদিনে আরও ২১ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৩৮৩ রোগী শনাক্ত, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন।গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ১০টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩২ জন, মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১.০৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮.৯০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪.৮৫ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৮ হাজার ৯ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩১ হাজার ৮৫৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৪১৬ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৭ হাজার ৫৩৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত ৪৭ লাখ ৫৬ হাজার ১৬৪ জন, দ্বিতীয় অবস্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র ৪৪ লাখ ৩৭ হাজার ৫৭৫ জন এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল ৪০ লাখ ২৩ হাজার ৭৮৯ জন।
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ করোনা আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৩৮৩ |
৩৫৬৭৬৭ |
মৃত্যু |
২১ |
৫০৯৩ |
সুস্থ |
১৯৩২ |
২৬৭০২৪ |
পরীক্ষা |
১২৪৭৩ |
১৮৮৮০১০ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box