সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় দেশে আরও ২৬ জনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ ও নারী ৪ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১ জন। প্রাণহানি বেড়ে ৪,৭৫৯ জন। গত ২৪ ঘন্টায় ১৪,২১৬ নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত ১,৮১২ জন । গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৪৭টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২১৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৭ হাজার ২০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৯ হাজার ৩৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৮৪৭ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২.৭৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১.৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪০ শতাংশ।
ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ২৮ হাজার ৩৪০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৯ হাজার ৯০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজার ৭৭৩ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৮ হাজার ৫২০ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৭ লাখ ৮ হাজার ৪৫৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৯ লাখ ৭৪ হাজার ৯৪৯ জন), দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত (৩৭ লাখ ৮০ হাজার ১০৭ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৫ লাখ ৭৩ হাজার ৯৫৮ জন)।
১৪ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ করোনা আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৮১২ |
৩৩৯৩৩২ |
মৃত্যু |
২৬ |
৪৭৫৯ |
সুস্থ |
২৫১২ |
২৪৩১৫৫ |
পরীক্ষা |
১৪২১৬ |
১৭৪২৬৯৬ |
শনাক্তের হার ১২.৭৫ শতাংশ
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box