সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টা ১৭০৫ জন, নতুন আক্রান্ত মোট ৩৫০৬২১ জন।গত ২৪ ঘণ্টা মৃত্যু ৪০ জন, মোট ৪৯৭৯ জন । মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৩ জন। গত ২৪ ঘণ্টা সুস্থ ২১৫২ জন, মোট ২৫৮৭১৭ জন। গত ২৪ ঘণ্টা পরীক্ষা ১৩০৫৩ জন, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি।।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩.০৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.১১ শতাংশ। আর মৃত্যুর হার ১.৪২ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩.৭৯ শতাংশ।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৫ হাজার ৬৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৩১ হাজার ২০৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২৮ লাখ ২২ হাজার ২৫৮ জন।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪ হাজার ১১৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৪৩ লাখ ৯২ হাজার ৬৫০ জন), দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে যুক্তরাষ্ট্র (৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৮ লাখ ৫১ হাজার ২২৭ জন)।
২১ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশের করোনা ভাইরাস আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৭০৫ |
৩৫০৬২১ |
মৃত্যু |
৪০ |
৪৯৭৯ |
সুস্থ |
২১৫২ |
২৫৮৭১৭ |
পরীক্ষা |
১৩০৫৩ |
১৮৩৪৩২৩ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box