মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়াল আরও ২৮ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৫০০৭ জন। গত ২৪ ঘন্টায় ১৪,১৬৪ নমুনা পরীক্ষায় ১,৫৫৭ করোনা রোগী শনাক্ত। দেশে মোট ৩,৫২,১৭৮ করোনা রোগী শনাক্ত।এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬০ হাজার ৭৯০ জনে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০.৯৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.০৫ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪.০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪২ শতাংশ।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ২৯৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৭০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩১ লাখ ১০ হাজার ২২ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪ হাজার ৫০৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭০ লাখ ৪৬ হাজার ২১৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৪৪ লাখ ৯৪ হাজার ৭২০ জন), দ্বিতীয় অবস্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র (৪২ লাখ ৯৯ হাজার ৫২৫ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৮ লাখ ৮৭ হাজার ১৯৯ জন)।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ করোনা আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৫৫৭ |
৩৫২১৭৮ |
মৃত্যু |
২৮ |
৫০০৭ |
সুস্থ |
২০৭৩ |
২৬০৭৯০ |
পরীক্ষা |
১৪১৬৪ |
১৮৪৮৪৮৭ |
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ১০.৯৯ শতাংশ
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box