আমরা প্রায়ই দেখি সমাজের তথাকথিত অনেক 'শিক্ষিত' মানুষই এমন আচরণ করেন যা মেনে নেওয়া যায় না।সমাজের শিক্ষিত লোকদের আরালে আছে মূর্খ কিছু আচরন যার ফলসুতিতে ,এই সব শিক্ষিত লোকেরা এই ধরনের কাজ করতে পারে। সমাজের কিছু মানুষ আছে যারা ক্ষমতার দাম্ভিকতার জন্য এক শ্রেণীর মানুষকে নিচু করে থাকে।
ছবি সংগৃহীতকিছু মানুষ শিক্ষিত বটে, তাদের মধ্যে সুশিক্ষার অভাব আছে। আবার কিছু মানুষ শিক্ষিত বটে কিন্তু তাদের কর্মকাণ্ডে সেটার ছাপ নেই, তাদের অসচেতনতার জন্য। কখন কি করতে হবে, কখন কাকে কি বলতে হবে, এগুলো বিষয়ে তাদের অসচেতনতা দেখা যায়। ফলে যা ইচ্ছা তাই বলে ফেলে, করে ফেলে। এক্ষেত্রে স্মার্টনেস দেখানোর অভাবটাই বড় অন্তরায়, তাদের জন্য। ঠিক উল্টো চিত্র দেখা যায় কিছু মানুষের অক্ষর-জ্ঞান নাই বটে, তারা বেশ স্মার্ট। তাদের দেখে কখনই মনে হবে না তাদের অক্ষর-জ্ঞান নাই। তারা অনেকটাই স্বশিক্ষিত। আজকাল সমাজের 'শিক্ষিত' লোকের সংখ্যা কম নয়, বরং অনেক বেশি। আর এর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। তবে তারা স্বশিক্ষিত নন বলেই আমার মনে হয়। পুঁথিগত বিদ্যায় এসব জ্ঞান অসম্ভব। নিজের চিন্তায় নিজে বিকশিত হয়ে আমাদের শিক্ষিত হবে। শিখতে হবে পরিবেশ থেকে। তবেই তো মানুষ হয়ে উঠব।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box