শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনায় দেশে আরও ২২ জনের মৃত্যু মোট প্রাণহানি ৪৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৬ জন। ঢাকা বিভাগের ছিলেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ১ জন , খুলনা বিভাগের ১ জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন ১ জন। হাসপাতালে মৃত্যু হয়েছে ২১ জনের এবং অপরজন বাসায় মারা যান।গত ২৪ ঘন্টায় ১২,৭৩০ নমুনা পরীক্ষায় আরো ১,৫৪১ জনের করোনা শনাক্ত। দেশে এ পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ করোনা রোগী শনাক্ত, এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি নমুনা। গত ২৪ ঘন্টায় ১৯২৩ জনসহ মোট সুস্থ ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২.৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ৮০৪ জন (৭৭.৯৩ শতাংশ) এবং নারী এক হাজার ৭৭ জন (২২.০৭ শতাংশ)।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৫০ হাজার ৫৫৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫৯১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৫৮৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ২ হাজার ২১৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৮ লাখ ৭৪ হাজার ৫৯৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪১ লাখ ৫৫ হাজার ৩৯ জন), দ্বিতীয় অবস্থানে আছে ভারত (৪১ লাখ ৯ হাজার ৮২৮ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৭ লাখ ৫৩ হাজার ৮২ জন)।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ করোনা আপডেট
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৫৪১ |
৩৪৫৮০৫ |
মৃত্যু |
২২ |
৪৮৮১ |
সুস্থ |
১৯২৩ |
২৫৫২৩৩৫ |
পরীক্ষা |
১২৭৩০ |
১৭৯৬৫০৯ |
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box