Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Sunday, September 13, 2020

সারাদেশে আরো ৩১ মৃত্যু, শনাক্ত ১৪৭৬ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় দেশে আরও ৩১ জনের মৃত্যু। মোট প্রাণহানি ৪,৭৩৩ জন। ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী ৬ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে ২ জন করে ৬ জন। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে ২ রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাড়িতে ৩ জন। গত ২৪ ঘন্টায় ১২,৯৯৯ নমুনা পরীক্ষা করা হয়েছে, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি। গত ২৪ ঘন্টায় আরো ১,৪৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে, দেশে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৫২০ করোনা রোগী শনাক্ত হয়েছে, গত ২৪ ঘন্টায় ২,৩৭২ জনসহ মোট সুস্থ ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। 

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৯৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৬ হাজার ৭৭৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৮ হাজার ৬৪৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ১৩৫ জন। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১.৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১.৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪০ শতাংশ।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৭৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৫২৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮ লাখ ১১ হাজার ৩১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৮ হাজার ১২৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৬ লাখ ৭৬ হাজার ৬০১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। 

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৯ লাখ ৫০ হাজার ৩৫৪ জন), দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত (৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৫ লাখ ৫৩ হাজার ৪২১ জন)।
১৩ সেপ্টেম্বর (রোববার) বাংলাদেশ করোনা আপডেট

 

 গত ২৪ ঘণ্টায়

 মোট

শনাক্ত 

 ১৪৭৬

 ৩৩৭৫২০

মৃত্যু

 ৩১

 ৪৭৩৩

সুস্থ 

 ২৩৭২

 ২৪০৬৪৩

পরীক্ষা 

 ১২৯৯৯

 ১৭২৮৪৮০



Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner