Like us on Facebook

Enter your email address:

Delivered by FeedBurner

Thursday, September 17, 2020

সারাদেশে আরও ৩৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪,৮৫৯ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪,৮৫৯ জন । এর মধ্যে পুরুষ ২৮ ও নারী ৮ জন। ৩৬ জনের মধ্যে হাসপাতালে ৩৪ জন ও বাড়িতে দুজন মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ২ জন, বরিশালে ৩ জন, সিলেটে একজন, রংপুরে একজন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ২,৪৪৩ জনসহ মোট সুস্থ ২ লাখ ৫০ হাজার ৪১২ জন । গত ২৪ ঘন্টায় ১৩,৬৭৩ নমুনা পরীক্ষায় আরো ১,৫৯৩ জনের করোনা শনাক্ত। দেশে এ পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ করোনা রোগী শনাক্ত । এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি।

ওয়েবসাইট  তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩১ হাজার ৯৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৬৮৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১ হাজার ৩৪৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৮ লাখ ২৮ হাজার ৩০১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪১ লাখ ১৯ হাজার ১৫৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে ভারত (৪০ লাখ ২২ হাজার ৪৯ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৭ লাখ ২০ হাজার ৩১২ জন)

১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ করোনা আপডেট

 

 গত ২৪ ঘণ্টায়

 মোট

শনাক্ত 

 ১৫৯৩

 ৩৪৪২৬৪

মৃত্যু

 ৩৬

 ৪৮৫৯

সুস্থ 

 ২৪৪৩

 ২৫০৪১২

পরীক্ষা 

 ১৩৬৭৩

 ১৭৮৩৭৭৯


Share:

0 comments:

Post a Comment

Please do not enter any link in the comment Box

Blog Archive

Definition List

Unordered List

Support

Enter your email address:

Delivered by FeedBurner