মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয় এর মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১৭ জন। ৩৫ জন হাসপাতালে ও বাড়িতে একজনের মৃত্যু হয় মোট প্রাণহানি ৪৫৫২ জন
২৪ ঘণ্টায় ১৪৯৭৩ নমুনা পরীক্ষায় ১৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে । এনিয়ে নমুনা পরীক্ষা করা হলো মোট ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ২৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২.৬৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় মোট রোগী শনাক্তের হার ১৯.৮৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৯.১৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।
ওয়েবসাইট তথ্যানুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৯২৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ৯৮২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৫৯ লাখ ২২ হাজার ৮০ জন।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৯৩ হাজার ৫৩৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে এখানে ৬৪ লাখ ৮৫ হাজার ৫৭৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৭ লাখ ৫৮ হাজার ৬২৯ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৩ লাখ ৫৫ হাজার ৫৬৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (৩৩ লাখ ২৩ হাজার ৯৫০ জন)।
৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ করোনা আপডেট
|
গত
২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৮৯২ |
৩২৯২৫১ |
মৃত্যু |
৩৬ |
৪৫৫২ |
সুস্থ |
৩২৩৬ |
২২৭৮০৯ |
পরীক্ষা |
১৫৯৭০ |
১৬৫৯৬৯৭ |
করোনা শনাক্ত করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৬৪
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box