শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় দেশে আরও ২৯ জনের মৃত্যু মোট প্রাণহানি ৪৪১২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯২৯ জন। মোট শনাক্ত ৩২১৬১৫ জন।গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১৩০৭৩ জন। মোট পরীক্ষা ১৬০৫১১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২২১১ জন, মোট সুস্থ ২১৬১৯১ জন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ২১৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৪৯০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৫০৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯১ হাজার ৫৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৩ লাখ ৩৫ হাজার ২৪৪ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ করোনা আপডেট ।
|
গত ২৪ ঘণ্টায় |
মোট |
শনাক্ত |
১৯২৯ |
৩২১৬১৫ |
মৃত্যু |
২৯ |
৪৪১২ |
সুস্থ |
২২১১ |
২১৬১৯১ |
পরীক্ষা |
১৩০৭৩ |
১৬০৫১১১ |
গত ২৪ ঘণ্টায় ১৩০৭৩ নমুনা পরীক্ষা, রোগী শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ।
0 comments:
Post a Comment
Please do not enter any link in the comment Box